সোমবার , ১৯ জুন ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

হাবিপ্রবিতে দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত ক্যাম্পাস

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুন ১৯, ২০২৩ ১:৩০ অপরাহ্ণ

পূর্বের জের ধরে দুটি গ্রæপের দফায় দফায় সংঘর্ষে হঠাৎ উত্তপ্ত হয়ে উঠে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ক্যাম্পাস।
এতে উভয় গ্রæপের ৩০জন আহত হয়েছে। আহতদের মধ্যে শনিবার রাত ২টা পর্যন্ত ২৪জনকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
শনিবার দিবাগত রাত সাড়ে ৮টা থেকে শুরু হওয়া সংঘর্ষ চলে রাত ১০টা পর্যন্ত। এ ঘটনায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন প্রক্রিয়ার মধ্যে রয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মামুনুর রশিদ।
রাতে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় তারা হলেন, লাবীব (২৫), টিমন ঘোষ (২৬), সাদিক (২৩), ইসমাইল (২৫), রায়হান (২৩), সৌমিক (২৫), সানি (২৫), মোর্শেদ (২৫), কামরুজ্জামান (২৫), সজিব (২৪), সোহাগ (২৫), সাব্বির (২৫), শরিফ ফকির (২৫), নাফিজ (২৫), আশিক (২৩), রাসেল (২৩), ওয়াকিল (২৩), সালেহ আহম্মেদ (২৫), প্রিয় (২২), আশিক (২২), রিপন (২৪), আরিফ (২২), ইয়ালিত (২২) ও রিয়াজ (২৪)।
হাবিপ্রবি বিভিন্ন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুটি গ্রæপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার বিকেলে এক ছাত্রের ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে কয়েকজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে দুই গ্রæপের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাধে। এরপর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাসের আবাসিক হলগুলো। শিক্ষার্থীরা হলের সামনে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হতে থাকেন। একপর্যায়ে রাত সাড়ে ৮টার পর হলের ছাত্ররা দুই গ্রæপে ভাগ হয়ে যায়। রাত ১০টা পর্যন্ত কয়েক দফায় সংঘর্ষ হয়। ক্যাম্পাসে দুই গ্রæপের শিক্ষার্থীদের মাঝে ধাওয়া পাল্টা-ধাওয়া ও দেশিয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। হামলায় দুইজন গুরুতরসহ ২৪জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এসময় খবর পেয়ে পুলিশ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড.মামুনুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান,ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে এসংঘর্ষের ঘটনা ঘটেছে। ফেসবুকে একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে তিনটি আবাসিক হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষ বাধে। বর্তমানে ক্যাম্পাস শান্ত রয়েছে এবং এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন প্রক্রিয়ার মধ্যে রয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে গ্রামীণ ব্যাংকের কম্বল বিতরণ

পার্বতীপুরে ট্রাক-ট্রেনে সংঘর্ষ, ৫ বগি উল্টে ভুট্টা ক্ষেতে

একটি দল বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় না ………..রেলপথমস্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন এমপি

ওয়ার্ল্ড ভিশনের গাছের চারা বিতরণকালে এসি ল্যান্ড সাথী দাস

আটোয়ারীতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল  টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতিমুলক সভা

আটোয়ারীতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতিমুলক সভা

জেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভায় জেলা প্রশাসক আগামী প্রজন্মকে স্বাস্থ্যবান ও পুষ্টিসমৃদ্ধ করতে নিরাপদ খাদ্য উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করতে হবে

পীরগঞ্জে ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

পীরগঞ্জ সরকারি কলেজের ১৪জন শিক্ষার্থীর অবিশ্বাস্য সাফল্য

পীরগঞ্জ সরকারি কলেজের ১৪জন শিক্ষার্থীর অবিশ্বাস্য সাফল্য

বোদায় দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা অনুষ্টিত

দুর্গা পুজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভায় পুলিশ সুপার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পুজা আনুষ্ঠানে বাধা সৃষ্টিকারী যেই হোক না ছাড় দেয়া হবে না