বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \ আমিষের চাহিদা পূরণ এবং মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষে কালের কণ্ঠ শুভসংঘ বীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।
বৃহস্প্রতিবার সকালে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঢেপা নদীতে শিং, টাকি, কৈ, মাগুর, পোয়া সহ দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ করে উপজেলা শাখার শুভসংঘের বন্ধুরা।
মাছের পোনা অবমুক্তকরণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালের কণ্ঠ শুভসংঘ বীরগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা সোহেল আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন কালের কণ্ঠ শুভসংঘ বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো.ফরহাদ হোসেন, সহ-সভাপতি মো. আবু বক্কর সুমন, ইমরান হোসেন, সাধারণ সম্পাদক রাকেশ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ রায় জিতু,মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক তানভির হোসেন সাব্বির, সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন, দপ্তর সম্পাদক কামরুল হাসান, কোষাধ্যক্ষ ধনদেব রায়, প্রচার সম্পাদক স্বজন রায়, ক্রীড়া সম্পাদক শাকিল ইসলাম, কার্যকরী সদস্য উম্মে জান্নাত, রাজিয়া সুলতানা, সৃষ্টি রানী, হুমাইরা আক্তার, সীমা রানী, হাবিবুর রহমান, জসিম উদ্দীন প্রমুখ।
উপদেষ্টা সোহেল আহমেদ বলেন, দেশীয় প্রজাতির মাছ প্রায় বিলুপ্তির পথে এবং মাছের প্রজনন বৃদ্ধি করার লক্ষে নদীতে বিভিন্ন দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ করা হল। যার ফলে পুষ্টিমানের পাশাপাশি এবং জীব বৈচিত্র্য রক্ষায় ছোট মাছ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবাইকে দেশীয় প্রজাতির মাছ রক্ষার ব্যাপারে এগিয়ে আসার জন্য আহব্বান জানান। দেশীয় মাছের পুষ্টিগুণ অনেক বেশি, জীব বৈচিত্র্য রক্ষায়ও এদের ভূমিকা জোরালো। কিন্তু জলাশয় ভরাট, জমিতে কীটনাশক প্রয়োগ এবং বিদেশি প্রজাতির সাথে এই প্রজাতি প্রতিযোগিতায় টিকতে পারছে না। এ অবস্থায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় সচেতনতা জরুরি।