বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরে বীরগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস পালিত হয়েছে। রবিবার সকাল ১০টায় দিবসটি উদযাপন উপলক্ষে বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। এরপর উপজেলা প্রশাসন, বীরগঞ্জ থানা, মুক্তিযোদ্ধা সংসদ, বীরগঞ্জ পৌরসভা ও বীরগঞ্জ জোনাল অফিসের শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কাদের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। এসময় উপজেলা সাবেক বীরমুক্তিযোদ্ধা কমান্ডার কালী পদ রায়, বীর মুক্তিযোদ্ধা মোঃআজিজুল আহম্মেদ, উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আবু রেজা মো. আসাদুরজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জাকিরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন সহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ডালিম সরকার। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।