রবিবার , ৭ আগস্ট ২০২২ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে বৃদ্ধার অভিযোগ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ৭, ২০২২ ৯:৩৩ অপরাহ্ণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যের বিরুদ্ধে এক হতদরিদ্র বৃদ্ধা মহিলা অর্থ আত্মসাতের অভিযোগ করেছেন। উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়নের জোতরঘু গ্রামের হাফিজার রহমানের বৃদ্ধা স্ত্রী মোছাঃ বছিরন বেগম অভিযোগ করে জানান, চলতি বর্ষা মৌসুমের প্রবল ঝড় বৃষ্টিতে বৃদ্ধার বাড়িতে রাস্তার গাছ উখড়ে পরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এ ব্যাপারে উপজেলা প্রশাসন কতৃক বাছিরন বেগমের নামে ২০ হাজার টাকার একটি চেক ইস্যু করে গত ৪ আগষ্ট ২২ ইং সরকারিভাবে চেকটি ভুক্তভোগীকে প্রদান করা হয়। পরবর্তীতে স্থানীয় ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মজিদুল ইসলাম কৌশলে ফুসলিয়ে চেকটি নিয়ে নিজ দ্বায়িত্বে ব্যাংক হতে টাকা উত্তোলন করে মাত্র ৯ হাজার আটশত টাকা বৃদ্ধার হাতে প্রদান করে এবং চেকের বাকী ১০ হাজার ২ শত টাকা বৃদ্ধার হাতে বুঝিয়ে না দিয়ে চেক বরাদ্ধের জন্য উপজেলার বিভিন্ন খাতে বাকী সমগ্র টাকা খরচ হয়েছে মর্মে জানায় ও বিভিন্ন ধরনের ভয়ভীতি, হুমকি প্রদর্শন করে। এ বিষয়টি নিয়ে নিরুপায় হয়ে অসহায়, হতদরিদ্র বৃদ্ধা মহিলা ৭ আগষ্ট কৌশলে চেকের টাকা আত্মসাতকারী অভিযুক্ত ইউপি সদস্যের বিরুদ্ধে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন এবং তদন্ত সাপেক্ষে অভিযুক্তকে আইনের আওতায় এনে আত্মসাৎকৃত টাকা ফেরত পাওয়ার দাবী জানান। এব্যাপারে মুঠোফোনে সংশ্লিষ্ট ইউপি সদস্যের সাথে কথা হলে তিনি বৃদ্ধার চেকটি ভাঙ্গিয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলনের সত্যতা নিশ্চিত করলেও অর্থ আত্মসাতের বিষয়টি নানান ভাবে এড়িয়ে যান। অসহায় হতদরিদ্র বৃদ্ধার অর্থ আত্মসাৎ এর অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানা জানান,অভিযোগ এখন পর্যন্ত পায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে গোরস্তান উন্নয়ন কাজ উদ্বোধন

হিলিতে খুচরা বাজারে দাম কমল জিরার

ঘোড়াঘাটে ৭টি উপকারভোগী পরিবারের মাঝে গরু বিতরণ

দিনাজপুরে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় ৫জন নিহত এবং একজন আহত

পুষ্টিহীন বিএনপি’র দ্বারা কখনো সুস্থ বাংলাদেশ সম্ভব না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে প্রীতি ম্যাচ খেলতে — ব্যারিস্টার সুমন

শিশু নিরাপদ খাদ্যের নিশ্চয়তা ও অপুষ্টি দূরীকরণে পর্যাপ্ত প্রচারাভিযানের উদ্বোধন

লিবিয়ায় নৌকাডুবিতে অর্ধশত মৃত্যুর শঙ্কা, ৩৩ বাংলাদেশি উদ্ধার

তেঁতুলিয়ায় শিক্ষা প্রতিমন্ত্রীর শতবর্ষী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন

বোচাগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত