আবু তারেক বাঁধন,পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে “পারিবারিক ভাবে হাঁস-মুরগি করলে পালন, অর্থনৈতিক স্বচ্ছলতা ও আমিষের চাহিদা হবে পূরণ” এই প্রতিবাদ্য কে সামনে রেখে ৫০ জন দুঃস্থ,অসচ্ছল পরিবারের মাঝে দুটি করে হাঁস-মুরগি বিতরণ করা হয়েছে। বাংলাদেশ পল্লী ফেডারেশনের আয়োজনে বুধবার সকালে উপজেলার মিলন বাজার আদর্শ কেজি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পল্লী ফেডারেশনের চেয়ারম্যান সাংবাদিক আব্দুর রহমানের সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা উপ-সহকারি প্রাণী সম্পদ কর্মকর্তা আহসান হাবিব, ইউনেস্কো ক্লাব ঠাকুরগাঁও জেলার সাধারণ সম্পাদক সাংবাদিক জিয়াউর রহমান, সাংবাদিক আবু তারেক বাঁধন প্রমুখ।
এ সময় বীর মুক্তিযোদ্ধা সোলেমান আলী, ইউপি সদস্য কেরামত (আমীন), অগ্রদূত পল্লী পাঠাগারের সভাপতি রিপন আলী সবুজ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে হাঁস-মুরগি পালনের ক্ষেত্রে রোগ বালাইয়ের বিষয়ে দিক নিদের্শনা মূলক আলোচনা করেন উপজেলা উপ-সহকারি প্রাণী সম্পদ কর্মকর্তা আহসান হাবিব ।