বুধবার , ১০ আগস্ট ২০২২ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউপি চেয়ারম্যান ও শতবর্ষী প্রবীণ আ’লীগ নেতা ডা.গোবিন্দ রায়ের পরলোকগমন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ১০, ২০২২ ১১:৫৫ অপরাহ্ণ
ইউপি চেয়ারম্যান ও শতবর্ষী প্রবীণ আ’লীগ  নেতা ডা.গোবিন্দ রায়ের পরলোকগমন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলার ৫নং ভাবকী ইউনিয়ন পরিষদের ৩ বারের নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান এবং বর্ষিয়ান ও শতবর্ষী প্রবীণ আওয়ামী লীগ নেতা ডাঃ বাবু গোবিন্দ চন্দ্র রায় পরলোকগমন করেন।
বুধবার দিবাগত রাত প্রায় ১.১৫ মিনিটে উপজেলার ভাবকী ইউনিয়নের গুলিয়ারা গ্রামে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
খোঁজ নিয়ে জানা যায়, ডাঃ গোবিন্দ চন্দ্র রায় ১৯২৭ সালে খানসামা উপজেলার গুলিয়ারা গ্রামের বানিযা পাড়ায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মৃত নরেন্দ্র নাথ রায় (মুহুরী) ও মা মৃত গৌর মণি। ১৯৫৭ সালে বগুড়া প্যারামেডিকেল কলেজ থেকে পাশ করে বাড়িতে এসে কাচিনীয়া বাজারে উপ-স্বাস্থ্য কেন্দ্রে চাকুরি করেন। এরপর প্রত্যন্ত এলাকায় শিক্ষা ছড়িয়ে দিতে কাচিনীয়া স্কুল অ্যান্ড কলেজসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। এজন্য তিনি কাচিনীয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাকালীন থেকে বর্তমান পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৭২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত উপজেলার ভাবকি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি চেয়ারম্যান থাকাকালীন তাঁর সততার ঘটনাগুলো আজও মানুষের মুখে মুখে রয়েছে। ৩ বার চেয়ারম্যান হয়ে তিনি জনগণের কল্যাণে কাজ করেছেন। রাজনীতি ও ইউপি চেয়ারম্যান হিসেবে থাকার পরেও কখনও লোভ-লালসা ছিল না। এজন্য জীবনের শেষ প্রান্তেও এসে খুব কষ্টে দিন কাটিয়েছেন তিনি। বসবাস করেছিলেন একটি জরাজীর্ণ একটি ঘরে। তাঁর দুই ছেলে ও দুই মেয়ে। তিনি দীর্ঘদিন নানা রোগে ভোগেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী, স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন, উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরীসহ জেলা আওয়ামী লীগ, খানসামা উপজেলা আওয়ামী লীগ, উপজেলা ছাত্রলীগ, তাঁতী লীগ, যুব মহিলা লীগ, ভাবকী ইউনিয়ন পরিষদ ও উপজেলার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ এবং সংগঠন। ভাবকী ইউনিয়ন পরিষদ মাঠে সকলের শ্রদ্ধা জানানো শেষে দাহ সম্পন্ন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই জনের লাশ বীরগঞ্জে নদী থেকে উদ্ধার

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো অপারেশন থিয়েটার

দিনাজপুরে বাল্য বিবাহ প্রতিরোধে ওয়ার্ল্ড ভিশনের মত বিনিময় সভা

জেলা জামায়াতের রুকন সম্মেলনে মাওলানা আবদুল হালিম আধিপত্যবাদীদের সহায়তায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে

রাণীশংকৈলে বিএনপি নেতার হাতে হেনস্থার স্বীকার গনঅধিকার পরিষদ নেতা

পীরগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পৌরসভা চ্যাম্পিয়ান

সাংবাদিক রোজিনার জামিন শুনানির আদেশ রোববার

ঠাকুরগাঁওয়ের আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে ইউএনও’র সহায়তা

পীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের নবীন বরণ

নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপির নির্দেশে বোচাগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে টিন ও অর্থের চেক বিতরন