ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সোমবার সকালে ৭১’র ঘাতক দালাল নির্মুল কমিটি ঠাকুরগাঁও জেলা শাখা অপরাজেয় ৭১ এ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। এসময় ৭১’র ঘাতক দালাল নির্মুল কমিটি ঠাকুরগাঁও জেলা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সদস্য সচিব সুচরিতা দেব, উদীচী জেলা সংসদের সভাপতি সেতারা বেগমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।