রবিবার , ২ অক্টোবর ২০২২ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুর জেলার পুষ্টি সমন্বয় কমিটির সভায় জেলা প্রশাসক পুষ্টি নিশ্চিতকরণে প্রত্যেকটি দপ্তরকে কর্ম পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
অক্টোবর ২, ২০২২ ১০:৫৪ অপরাহ্ণ

দিনাজপুরে জেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।
রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে (কাঞ্চন-১) জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিসের আয়োজনে এবং ইকো সোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ও বাংলাদেশ এসএফএস’র সহযোগিতায় এই দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক খালেদ মোহম্মদ জাকী বলেন, প্রত্যেকটি দপ্তরকে পুষ্টি নিশ্চিতকরণে নিজেদের কর্ম-পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে। তাহলে আজকের শিশুরা আগামী দিনে দিনাজপুর জেলার সমৃদ্ধ করতে সক্ষম হবে।
সভায় আরও বক্তব্য রাখেন জেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব সিভিল সার্জন ডাঃ এ এইচ এম বোরহান-উল ইসলাম সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহম্মদ বারিউল করিম খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জয়নুল আবেদিন, জেলা প্রশাসকের কার্যালয়ের মাহমুদুল হাসান, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মুক্তাদির খান, দিনাজপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মমতাজ বেগম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খন্দকার মোঃ রওনাকুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোঃ সামিউল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ইএসডিও-নাইস প্রকল্পের ফোকাল পারসন শাহ মোঃ আমিনুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ এসএফএসএ’র নাইস প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার মোশফেকুল আলম তালুকদার।
নাইস প্রজেক্ট নিয়ে আলোচনা করেন বাংলাদেশ এসএফএসএ’র নাইস প্রজেক্টের ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ নাসির উদ্দীন। প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করেন ইএসডিও-নাইস প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রত্যয় চ্যাটার্জ্জী।
দিনাজপুর সিভিল সার্জন বলেন, পুষ্টি নিশ্চিতকরণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে যাতে এ জেলার আপামর জনগণ নিরাপদ খাদ্য গ্রহণ করতে পারে।
জেলা পরিষদের প্রধান নির্বাহী বলেন, আরো বেশি বেশি করে এনজিও দের গ্রাম পর্যায়ে পুষ্টি বিষয়ক সচেতনতা বৃদ্ধি করতে হবে।
যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক বলেন, বিভিন্ন ট্রেডে যুবকদের সম্পৃক্ত করে প্রশিক্ষণের ব্যবস্থা নিতে হবে।
জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা বলেন, আমিষের ঘাটতি পূরণের জন্য দুধ ও মাংসের তুলনা নেই।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মুক্তিযুদ্ধ এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে  আদিবাসীরা অগ্রণী ভূমিকা পালন করছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের জায়গা পরিদর্শন

পীরগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সেমিনার

সোমবার থেকে সীমিত বৃহস্পতিবার থেকে ৭ দিন সর্বাত্মক লকডাউন

ঠাকুরগায়ে কর্নেট সাংস্কৃতিক সংসদ এর বর্ষবরণ ও আসন্ন ঈদ উৎসবে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বস্ত্র বিতরণ

পঞ্চগড়ে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের মহালয়া অনুষ্ঠিত

দিনাজপুরে আই.ই.বি র কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন উপলক্ষে মতবিনিময় সভা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন দিনাজপুরে দোয়া-মাহফিল আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে

ধর্মান্ধতাই জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা সৃষ্টি করে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

আটোয়ারীতে ঐতিহাসিক বার আউলিয়া মাজার শরীফের ওরশ ৮ মে