বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ১৫ আগষ্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসটি উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা শাখা বঙ্গবন্ধু সৈনিক লীগের আয়োজনে সোমবার বিকেলে কবি নজরুল উচ্চ বিদ্যালয় শ্রেণিকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগ বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মনিরুল ইসলাম মানিক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি। ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন শেষে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ হানিফ হোসেন,সাধারণ সম্পাদক নাজমুল হুদা নাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক গৌতম রায়, রতন শর্মা, আইন বিষয়ক সম্পাদক মোছাঃ মৌসুমি খাতুন প্রমূখ। দোয়া ও মাহফিল পরিচালনা করেন দারিয়াপুর আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আজিজুল ইসলাম। এসময় বীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতৃবৃন্দ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।