দেড় লক্ষ টাকার দেনমোহরকে দেড় কোটি কাবিননামা জালিয়াতি করার দায়ে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ১নং নাফানগর ইউপি’র ১নং ওয়ার্ড কাজী অফিস এর আসামী কাজী মোঃ হাফিজুর রহমানকে বিজ্ঞ আদালত কর্তৃক জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মামলা সূএে জানা যায় গত ১১/০৪/২০২২ইং তারিখে মোঃ সাদেকুল ইসলাম পিতা-মোঃ বেলাল হোসেন, মাতা-সাবিনা ইয়াসমিন, সাং-গুয়াগাঁও, পোঃ পীরগঞ্জ, উপজেলা- পীরগঞ্জ জেলা-ঠাকুরগাঁও বাদী হয়ে আসামী কাজী মোঃ হাফিজুর রহমান, মোছাঃ রওনক জাহান রনক সহ মোট ৯ জনকে আসামী করে একটি মোকদ্দমা জেলা দিনাজপুরের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-৩ (বোচাগঞ্জ) এ দায়ের করেন। যাহার মামলা নম¦র সি, আর-৩২/২০২২ (বোচাগঞ্জ) ধারাঃ ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৩৪ দঃ বিঃ। উক্ত মোকাদ্দমাটি পিবিআই কর্তৃক তদন্তের পর বিজ্ঞ সংশ্লিষ্ট আদালতে তদন্ত রিপোর্ট দাখিল করে। ২৮-০৮-২০২২ইং তারিখে মামলার ৯নং আসামি কাজী মোঃ হাফিজুর রহমান সহ ৯ জন আদালতের আত্মসমর্পন করলে বিজ্ঞ আদালত আসামী কাজী মোঃ হাফিজুর রহমানকে জেল হাজতে প্রেরণের আদেশ প্রদান করলে তাকে জেলা হাজতে প্রেরণ করা হয়। বাদীর পক্ষে মামলাটি পরিচালনা করেন এ্যাডঃ আইনুল নাহার বেগম।