ঠাকুরগাঁও : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে হরিপুর উপজেলার চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ ইতিহাস সম্মিলনী ঠাকুরগাঁও জেলা ইউনিট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ ইতিহাস সম্মিলনী জেলা ইউনিটের উপদেষ্টা সভাপতি প্রফেসর মো: আবু বকর ছিদ্দিক।
জেলা ইউনিটের সভাপতি মো: মাহমুদ হাসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন-উপদেষ্টা সদস্য সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, জেলা ইউনিটের সাধারণ সম্পাদক ফারজানা হক, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন বাবুল,সহ-সাংগঠনিক সম্পাদক তারেক হোসেন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান, দপ্তর সম্পাদক এরাফান আলী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ঠাকুরগাঁওয়ের আনাচে কানাচে ছড়িয়ে আছে মুক্তিযুদ্ধের গণকবর, গণহত্যার অসংখ্য ইতিহাস। এসব ঘটনা তুলে ধরার অঙ্গিকার ব্যক্ত করেন বক্তারা।
পরে বিদ্যালয়ে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বাংলাদেশ ইতিহাস সম্মিলনী ঠাকুরগাঁও জেলা ইউনিট পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।