বুধবার , ৭ সেপ্টেম্বর ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু কন্যা দেশেই সকল ধরনের চিকিৎসা সেবার ব্যবস্থা করেছেন ——হুইপ ইকবালুর রহিম এমপি

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
সেপ্টেম্বর ৭, ২০২২ ১২:১৭ পূর্বাহ্ণ

দিনাজপুর প্রতিনিধি \
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে দেশের মানুষ যেন ভাল থাকে সুস্থ থাকে সেজন্য দেশের সকল সরকারি হাসপাতালগুলোতে উন্নত চিকিৎসা ব্যবস্থা করেছেন। সকল মানুষ যেন স্বাস্থ্যসেবা পায় সেজন্য চিকিৎসক, স্বাস্থ্যসেবা কর্মী ব্যাপক হারে নিয়োগ দিয়েছেন।
চিকিৎসা ক্ষেত্রে কোন দুর্ণীতি ও অবহেলা সহ্য করা হবে না উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনায় হলো প্রত্যেকটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। তিনি চিকিৎসকদের অনুরোধ করে বলেন, যেসব চিকিৎসা ও অপারেশন হাসপাতালে হবে দয়া করে তা সরকারি হাসপাতালেই সম্পন্ন করবেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনাপয়সায় করোনার টিকা দিয়ে দেশের মানুষের জীবন বাচানোর চেষ্টা করেছেন। করোনার সময় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাসহ চিকিৎসকদের জাতি কৃতজ্ঞচিত্রে স্মরন করবে। করোনার মুহুর্তে চিকিৎসক সমাজ তাদের জীবনকে বাজি রেখে সকল মানুষের চিকিৎসা সেবা দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসি নেতৃত্বে সকল বাধা ষড়যন্ত্র কাটিয়ে দেশ ও দেশের মানুষের উন্নয়ন করেছেন। ঠিকানাবিহীন মানুষের হয়েছে নিজস্ব আশ্রয়স্থল। রাস্তা-ঘাট, বিদ্যুত, যোগাযোগ ব্যবস্থা, ক্রীড়াঙ্গনসহ সকল ক্ষেত্রেই এখন স্বপ্ন নয় বাস্তবে রুপ নিয়েছে। যা বিগত কোন সরকারের আমলেই এত উন্নয়ন হয়নি। বিএনপি-জামায়াতের আমলে উন্নয়ন হয়েছে, শুধু মাত্র নিজেদের দুর্ণীতি ও লুটপাটের মাধ্যমে। বিএনপি-জামায়াতের আমলে হাসপাতালে চিকিৎসাসেবার বেহাল অবস্থার কারনে চিকিৎসার অভাবে মানুষ মারা গেছে। এখন আর তা হয় না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এমন ভাবে চিকিৎসাসেবা উন্নত করেছে বিদেশে আর যাওয়া লাগে না। দেশেই সকল ধরনের চিকিৎসাসেবার ব্যবস্থা করেছেন।

মঙ্গলবার এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল দিনাজপুরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ২৩তম সভায় সভাপতির বক্তব্যে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।
এর আগে শহীদ ডাঃ আব্দুর জব্বার মিলনায়তনে ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল দিনাজপুরের ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্য রাখেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
পৃথক ব্যবস্থাপনা কমিটির সভায় বক্তব্য রাখেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোমেনুল হক, হাসপাতালের পরিচালক ডাঃ কাজী শামীম হোসেন, দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীস চৌধুরী, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসান, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাঃ সৈয়দ নাদির হোসেন, হাসপাতালের উপ-পরিচালক ডাঃ মোঃ নবিউর রহমান, সহকারী পরিচালক ডাঃ মোঃ সারওয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, ২৫০শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোঃ ফজলুর রহমান, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সুলতানা বুলবুল, দিনাজপুর বিএমএর সভাপতি ডাঃ ওয়ারেস আলী সরকার, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ নুরুজ্জামান, আবাসিক মেডিসিন অফিসার ডাঃ পারভেজ সোহেল রানা, ইন্টার্ণ ডক্টরস এসোসিয়েশন পরিষদের সভাপতি আরিফুল ইসলাম নাসিম, সাধারন সম্পাদক মাজাহারুল ইসলামসহ অন্যান্যরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জের সাংবাদিক পুত্রের কৃতিত ¡ সিস্টেম এনালিষ্ট হিসেবে পদোন্নতি

দিনাজপুরে মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

বিরামপুরে সাপের বিষ উদ্ধার

বীরগঞ্জে তীব্র গরম অতিষ্ঠ জনজীবন, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক

বিদেশগামীদের মাঝে দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের গাছে চারা বিতরণ

শ্রমিকদের ঘাম ঝড়া শ্রমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটছে —দিনাজপুরে সাবেক মন্ত্রী শাজাহান খাঁন এমপি

পঞ্চগড়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ

দিনাজপুর ইনস্টিটিউটের নির্বাচনে রফিকুল ইসলাম-আব্দুস সামাদ ও সুনীল চক্রবর্তী পরিষদের মনোনয়নপত্র জমা

বীরগঞ্জে গ্রীন ভয়েস এর বৃক্ষরোপণ কর্মসূচী

রাণীশংকৈলে বীজ ও সার বিতরণ