রবিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

২০২৭ সালের মধ্যে দিনাজপুর থেকে ঢাকায় চলবে বুলেট ট্রেন -হুইপ ইকবালুর রহিম এমপি

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ফেব্রুয়ারি ৫, ২০২৩ ১২:১০ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীতে ক্ষমতায় আসলে ২০২৭ সালের মধ্যে দিনাজপুর থেকে ঢাকায় চলবে বুলেট ট্রেন চালু করা হবে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার যে স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন, সেই স্বপ্নের প্রথমেই স্মার্ট হয়ে আছেন সাংবাদিকরা। দিনাজপুরের আইটি ইনকিউবেটর চালু হলে সাংবাদিকরাও উপকৃত হবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক বান্ধব সরকার। সাংবাদিকদের কল্যাণে তিনি কাজ করে যাচ্ছেন। সাংবাদিকদের জন্য আলাদা ভাবে তিনি ভাবছেন। সাংবাদিকদের মৃত্যুর পরও তাদের পরিবারের সদস্যদের এককালীন আর্থিক অনুদান দেয়ার পরিকল্পনা করছেন। তিনি বলেন, পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখতে হবে সরকারের প্রতি। মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, অন্যায় ও অপশক্তির বিরুদ্ধে সাংবাদিকদের কাজ করতে হবে।
শনিবার দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্ট থেকে বরাদ্দকৃত কল্যান অনুদানের আর্থিক সহায়তার চেক সাংবাদিকদের মাঝে বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।
দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্ব্ েবক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আনিচুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলার, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব ওয়াহেদুল আলম আর্টিষ্ট, সাধারন সম্পাদক মোঃ শাহীন হোসেন প্রমুখ। উল্লেখ, ১০ জন সংবাদিককে ৭ লাখ টাকার চেক প্রদান করা হয়। ৫০ হাজার করে ৬ জন ও ১ লাখ করেন ৪ জন সাংবাদিক পেলো প্রধানমন্ত্রী সহায়তা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত