শনিবার দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের ক্ষুদ্র প্রকল্প বাস্তবায়ন কমিটি, করিমুল্ল্যাহপুর গ্রাম উন্নয়ন কমিটি, আউলিয়াপুর পিএফএ দিনাজপুরের আয়োজনে এবং দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় বাল্য বিবাহ প্রতিরোধ ও জনসচেতনতা তৈরীতে সাইকেল র্যালী অনুষ্ঠিত হয়।
র্যালীর উদ্বোধন করেন প্রধান অতিথি আউলিয়পুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ গুলজার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি সদস্য মোস্তফা কামাল, সামসুদ্দিন ও নূর আলম। স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার ডরিস লিয়া হাসদা। শুভেচ্ছা বক্তব্য রাখেন শিশু ফোরামের সভাপতি মোঃ মমিন, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মোঃ সাইফুদ্দিন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ইয়থ ফোরামের সভাপতি মোঃ নাঈম।
বাল্য বিবাহ প্রতিরোধে ইউনিয়ন শিশু ফোরাম সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাইকেল র্যালী, পুতুল নাচ, ঝুঁকিপুর্ন শিশুদের বাল্য বিবাহ প্রতিরোধে ইউপি চেয়ারম্যানের সাথে বৈঠকসহ ধর্মীয় নেতাদের সাথে বৈঠক ও বাড়ী বাড়ী স্টিকার লাগানো কর্মসূচী পালন করছে।