সোমবার দিনাজপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী’র আয়োজনে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহযোগিতায় সমৃদ্ধি কর্মসূচীর আওতায় বিরল উপজেলার ২নং ফরক্কাবাদ ইউনিয়নে পুরাতন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এলাকার অসহায়, দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার জন্য ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্যসেবা ক্যাম্পটি পরিচালনা করেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল দিনাজপুরের বিশিষ্ট চিকিৎসক মোস্তারিন বেগম সুমি ও সার্জন এবং লেকচারার ডাঃ মোঃ নওশাদ আলম সিদ্দিক। ইউনিয়নের হত–দরিদ্র, অসহায় বিভিন্ন রোগে আক্রান্ত ২২৫ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। সার্বিক তত্ত¡াবধানে ছিলেন ২নং ফরক্কাবাদ ইউনিয়নের সমৃদ্ধি কর্মসূচীর সমন্বয়কারী মাহফুজা নাজনীনসহ সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্য পরিদর্শক এবং কর্মকর্তাবৃন্দ। স্বাস্থ্য ক্যাম্পটির সহযোগিতা করেন স্থানীয় ওয়ার্ড কমিটির সদস্যগণ ও ইউপি সদস্যগণ। বক্তারা বলেন, পল্লীশ্রী পিকেএসএফ এর সহযোগিতায় তৃণমূল পর্যায়ে অসহায়-হত-দরিদ্র মানুষর চিকিৎসা সেবা প্রদান করে আসছে এবং আগামীতেও করে যাবে। প্রতিনিয়ত ক্যাম্প অনুষ্ঠিত হওয়ার কারণে বহু রোগী সুস্থ্য হচ্ছে।