শুক্রবার , ১৬ সেপ্টেম্বর ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জনসহ ৩৩ জনের মনোনয়নপত্র দাখিল

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
সেপ্টেম্বর ১৬, ২০২২ ৬:৩৪ অপরাহ্ণ

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদে ৩৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে তারা মনোনয়ন পত্র জমা দেন। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫ জন। তারা হলেন আওয়ামীলীগ মনোনিত প্রার্থী জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবু তোয়বুর রহমান, পঞ্চগড় চেম্বারের প্রেসিডেন্ট আব্দুল হান্নান শেখ, বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখার সভাপতি এমরান আল আমিন, দেলদার রহমান এবং গোলাম রহমান। এছাড়া দু’টি সংরক্ষিত নারী সদস্য পদে ৫ জন এবং পাঁচ উপজেলার জন্য পাঁচটি সাধারণ সদস্য পদে ২৩ জন তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও