বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জেগাঁজার গাছ সহ ১ যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত তোবারক আলী (৪৫) উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সনকা ডাঙ্গাপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত আছিরত আলী গেনার ছেলে। ২১ ফেব্রুয়ারি রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন প্রধানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সনকা ডাঙ্গাপাড়া গ্রামে অভিযান চালিয়ে গাঁজার গাছসহ তোবারক আলীকে গ্রেফতার করা হয়। বীরগঞ্জ থানার এস আই আবু হাসনাত জানান, তিনি গাঁজা গাছ বিক্রয় ও সেবনের উদ্দেশ্যে নিজ বাড়িতে চাষাবাদ করে দীর্ঘদিন ধরেই গাঁজা বিক্রি করে আসছে। গাঁজার গাছটির উচ্চ ১০ ফিট ও গাছটি ওজন ১০ কেজি। এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৮(ক) ধারায় মামলা দায়ের হয়েছে যাহার মামলা নং- ২৩ তারিখ ২১/২/২০২১। গ্রেফতারকৃত তোবারক আলীকে সোমবার সকালে আদালতে সোপর্দ করা হয়।