বুধবার , ৫ অক্টোবর ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শারদীয় দূর্গাপূজা প্রতিমা বিসর্জনের আগে মেতে উঠে সিঁদুর খেলায়

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
অক্টোবর ৫, ২০২২ ৯:২৫ অপরাহ্ণ

দিনাজপুর প্রতিনিধি \
হিন্দু স¤প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে।
দুর্গোৎসবের শেষ দিনে গতকাল বুধবার সকালে দিনাজপুরে শুরু হয় বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা। সকালে দর্পন বিসর্জন এবং পরে মন্ডপে মন্ডপে মেতে মেতে উঠে সিঁদুর খেলায়।

অবিরাম ঢাকের বাদ্য-বাজনা, শঙ্খ, কাঁসর আর উলুধ্বনির মধ্য দিয়ে দিনাজপুরের দুর্গা মন্ডপগুলোতে জগতের মঙ্গল কামনায় একে অপরকে সিঁদুর পরিয়ে সনাতন ধর্মাবলম্বী পূজারী, ভক্ত ও পুণার্থীরা। শারদীয় দুর্গোৎসবের শেষ লগ্নে বুধবার সকাল থেকেই দেবী দুর্গাকে বিদায়ের প্রস্তুতি নেয় তারা। বিজয়া দশমীতে সকালে দেবী বিসর্জনের পূর্ব পর্যন্ত দিনাজপুরের মন্দিরে মন্দিরে এই সিঁদুর খেলার উৎসব সিক্ত মনে পালন করে অগনিত ভক্তবৃন্দরা।
নারী-পুরুষ ভক্তরা ঢাকের তালে তালে একে অপরকে সিঁদুর পরিয়ে এবং আবির মাখিয়ে উৎসবের মধ্য দিয়ে মা দুর্গাকে বিদায় জানায়। সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী দর্পন বিসর্জনের পর শান্তিজল গ্রহণ করে শেষ হয় দেবীর শাস্ত্রীয় বিসর্জন।
বেলা ৩টা থেকে শোভাযাত্রা নিয়ে দিনাজপুর শহরের প্রত্যেকটি মন্ডপ থেকে প্রতিমাগুলো নেয়া হয় শহরের উপকণ্ঠে পুনর্ভবা নদীর সাধুর ঘাটে। পরে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় এ সনাতন হিন্দু স¤প্রদায়ের শারদীয় দুর্গোৎসব।

এছাড়াও দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলা ও গ্রামাঞ্চলের মন্ডপগুলোর প্রতিমা বিসর্জন দেয়া হয় নিকটস্থ নদী বা জলাশয়ে। প্রতিমা বিসর্জনের জন্য প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করতে সর্বাত্মক ব্যবস্থা নেয়ায় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দিনাজপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বরূপ কুমার বক্সী বাচ্চু।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতির শোক সভা

পীরগঞ্জে শিশুশ্রম মুক্ত ঘোষনা

দিনাজপুরে চাইনিজ কোম্পানীর কর্মকর্তাকে মারধর-চাঁদাবাজীর অভিযোগে আটক-১

পীরগঞ্জে “খলিশাডাঙ্গার কন্যা ও উলঙ্গ সভ্যতা” নামে দুইটি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

পর্যটকদের জন্য চালু হলো টিউলিপ হোটেল

হাবিপ্রবি শুভসংঘের সাধারণ জ্ঞান পাঠের আসর

দিনাজপুর জেলা কৃষকদলের উদ্যোগে মতবিনিময় সভা

সেতাবগঞ্জ আই ভিশন সেন্টার এর শুভ উদ্বোধন

আনোয়ারুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের চ‚ড়ান্ত খেলার পুরস্কার বিতরণ রাজশাহীকে ১-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ঠাকুরগাঁও

বীরগঞ্জ পৌরবাসীর সেবক হতে চাই – মেয়র মোশারফ হোসেন