বৃহস্পতিবার , ২৭ জুন ২০২৪ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুর জেলা কৃষকদলের উদ্যোগে মতবিনিময় সভা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুন ২৭, ২০২৪ ১০:২৬ পূর্বাহ্ণ

দিনাজপুর জেলা কৃষকদলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ের লক্ষ্যে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকেলে জেল রোডস্থ জেলা বিএনপি কার্যালয় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ খলিলুর রহমান (ভিপি ইব্রাহিম)।
জাতীয়তাবাদী কৃষক দল দিনাজপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব আফতাব উদ্দীন আহমেদ মন্ডলের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) মোঃ আনোয়ারুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ মঞ্জুরুল ইসলাম, কৃষকদলের কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল নায়িম, শাহনেওয়াজ রহমান বাবু, আনোয়ার সাদাত, মোঃ সোলায়মান হোসাইন, কৃষিবিদ মোছাঃ পারভীন আক্তার, মোঃ মাহমুদুল হাসান, মোঃ শাহিন খান, এ্যাড. মোঃ আব্দুল আজিজ ও আবুল হোসাইন।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম,দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সিনিয়র সহসভাপতি মোঃ মোকাররম হোসেন, সহসভাপতি খালেকুজ্জামান বাবু ও আলহাজ্ব মাহবুব আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান সরকার, জেলা কৃষকদলের বর্তমান সাংগঠনিক অবস্থা তুলে ধরে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আলী আকবর ও
অনুষ্ঠান সঞ্চালনা করেন বোচাগঞ্জ উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুর রফিক চৌধুরী।
এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অনুষ্ঠানে আগত অন্যান্য অতিথিদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনা করে মুনাজাত করা হয়।
মতবিনিময় সভায় জেলা কৃষকদলের নেতাকর্মীসহ জেলার ১৩টি উপজেলা ও ৯টি পৌরসভার ২২টি ইউনিট হতে আগত কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের গোল্ডকাপ উদ্বোধন

বীরগঞ্জ পৌরসভা নির্বাচন প্রার্থীদের প্রচার প্রচারণায় মুখর

পীরগঞ্জে মানব কল্যাণ পরিষদ, এম কে পি আয়োজনে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত।।

ঠাকুরগাঁওয়ে করোনায় শনাক্ত ৬৩ শতাংশ

পীরগঞ্জে মহিলা কলেজ অধ্যক্ষের মাতার উন্তেকাল

বিরলে ওয়াই মুভস প্রকল্পের অ্যাচিভমেন্ট সেলিব্রেশন

দিনাজপুরে বাল্যবিবাহ প্রতিরোধে শিশুদের সচেতনতা মূলক সাইকেল র‌্যালি

পঞ্চগড়ে ক্লিনিকের তিনতলা থেকে পড়ে শিশুর মৃত্যু

দিনাজপুরে উদ্যোক্তাদের মিলনমেলা অনুষ্ঠিত

উদ্দীপ্ত ৯৩ ঠাকুরগাঁও”র ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ !