ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে ডোবায় পড়ে পারভেজ নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকালে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পূর্ব ফকদনপুর বেলতলা গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, বিকালে ওই শিশুটি বাড়ির আঙ্গিনায় খেল ছিল। হঠাৎ তার বাড়ির টিউবওয়েলের পানির ডোবায় পড়ে যায়। পরে ওই শিশুর মা পারভীন তার ছেলেকে ডোবায় দেখতে পেয়ে চিৎকার করে। প্রতিবেশিরা এসে শিশুটিকে উদ্ধার করে। পরে তাকে মুমুর্ষ অবস্থায় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রাকিবুল আলম শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।