মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ “সমবায়ীরাই পারে উন্নত বিশ্ব গড়তে” এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জে শনিবার ২২তম বার্ষিক সাধারণ সভা করেছে বোচাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ। সকাল ১১টায় সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ক্রেডিট ইউনিয়নের সভাপতি মোঃ সোহেল রানা এর সভাপতিত্বে এবং সেক্রেটারী সুজন মহান্ত এর সঞ্চালনায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে কাল্ব এর সাবেক সেক্রেটারী মোঃ মজিবর রহমান, সাবেক ডিরেক্টর মোঃ মাহাবুবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল মোত্তালেব প্রমুখ। এছাড়াও সভায় সাবেক চেয়ারম্যান এটিএম মিরাজ হায়দার লিটন, শিক্ষক যথাক্রমে কৃষ্ণ মোহন, মোছাঃ হাসনা হেনা ও মোঃ তোফাজ্জল হোসেন বক্তব্য রাখেন। সভায় বক্তারা বলেন, এই সমিতিতে যারা নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছে এই সমিতি শুধু তাদের নয়। এই সমিতি আমাদের সকলের। এই সমিতির ভালমন্দ দেখার দায়িত্ব আমাদের রয়েছে। এই সমিতিকে ধ্বংস করার জন্য যদি কেউ ষড়য়ন্ত্র করে আমরা সকলে মিলে সেই ষড়যন্ত্র প্রতিহত করব। সভায় ২০২৩-২৪ অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন এবং আগামী অর্থ বছরের কর্ম পরিকল্পনা তুলে ধরেন ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা। এসময় ভাইস চেয়ারম্যান মোঃ জহুরুল হক, ট্রেজারার মোঃ নাজমুল হুদা লিটন, ডিরেক্টর যথাক্রমে মোঃ আব্দুল মাজেদ, প্রেম হরি দেবশর্মাসহ ক্রেডিট ইউনিয়নের সকল নেতৃবৃন্দ ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সভা শেষে অবসর প্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা প্রদান করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।