চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি\ আত্রাই নদীতে গোসল করতে নেমে স্রোতের তোড়ে তলিয়ে নিখোঁজ হয় নিহাদ নামের এক শিশু। ঘটনার ১৮ঘন্টা পর তলিয়ে যাওয়ার স্থান থেকে আড়াই কিলোমিটার দূরে মাদারগঞ্জ ব্রিজের কাছ থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।
রবিবার সকাল ১০টার দিকে নিখোঁজ শিশু নিহাদের লাশ দিনাজপুরের চিরিরবন্দরের মাদারগঞ্জ ব্রিজের পাশ থেকে উদ্ধার করা হয়।
এর আগে শনিবার দুপুর ১টায় দিকে চিরিরবন্দর উপজেলার আউলিয়পুকুর ইউপির কৃষ্ণপুর বারোবাড়ি এলাকার আত্রাই নদীর মতিয়ার ঘাটে তলিয়ে যাওয়ার ঘটনাটি ঘটে।
শিশু নিহাদ (৫) চিরিরবন্দর উপজেলার কৃষ্ণপুর বারোবাড়ী এলাকার রাজমিস্ত্রী আবুল কালামের নাতি এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ ডোমরগাছার মিজানুর রহমান ও পারুল আকতার দম্পতির এক মাত্র ছেলে।
স্থানীয়রা জানায়, মিজানুর রহমান ও পারুল আকতার দম্পতি ঢাকায় গার্মেন্টসে চাকুরি করেন। কাজের সুবিধার্থে নিহাদকে তার নানা-নানীর হেফাজতে রেখে যান। গত ৮ অক্টাবর দুপুর ১টায় আউলিয়াপুকুর ইউপির কৃষ্ণপুর বারোবাড়ি এলাকায় নিহাদ তার বন্ধুদের সঙ্গে খেলতে ছিলো। খেলার একপর্যায়ে বন্ধুরা সবাই মিলে আত্রাই নদীতে গোসল করতে যায়। গোসল করার সময়ে শিশু নিহাদ নদীর পানির মধ্যে তলিয়ে যায়। এসময় তার সঙ্গে থাকা বন্ধু ও বড় ভাইয়েরা তাকে অনেক খোঁজাখুজি করে না পাওয়ায় চিরিরবন্দর ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস রংপুর থেকে ডুবরি দল এসে রাত ৮ টা পর্যন্ত শিশু নিহাদের সন্ধান চালায়। কোন খোঁজ না পাওয়ায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়। পরে চিরিরবন্দর ফাযার সার্ভিসের স্টেশন অফিসার মো. মাহবুবুর রহমানের নির্দেশনায় ও ডুবুরি দলের চেষ্টায প্রায় ১৮ ঘন্টা পর ৯ অক্টোবর সকাল ১০টায় নিখোঁজ শিশু নিহাদের লাশ আড়াই কিলোমিটার দূরে মাদারগঞ্জ ব্রিজের পাশ থেকে উদ্ধার করা হয়।
চিরিরবন্দর থানার ওসি মো. বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মরদেহের সুরতহাল রির্পোট করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে।