সোমবার , ১০ অক্টোবর ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দেশ ও দেশের মানুষের উন্নয়ন করাই শেখ হাসিনার লক্ষ্য—হুইপ ইকবালুর রহিম

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
অক্টোবর ১০, ২০২২ ৮:৪১ অপরাহ্ণ

দিনাজপুর প্রতিনিধি \
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নবান্ধব সরকার। মানুষের মাথাপিছু আয়, উৎপাদন, প্রবৃদ্ধি বেড়েছে। শহর থেকে গ্রামগঞ্জে সবখানে উন্নয়নের ছোঁয়া লেগেছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অথর্নীতি আজ চাঙ্গা হয়েছে। তলাবিহীন ঝুঁড়ি হিসেবে বিশ্বের কাছে পরিচিত বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে। বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াও, জঙ্গিবাদ সহ নানা ষড়যন্ত্র, বাধা ও চ্যালেঞ্জ মোকাবেলা করে শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে চলছে। বতর্মান সরকারের সময়ে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগ, তথ্যপ্রযুক্তি, ক্রীড়া, পরিবেশ, কৃষি, খাদ্যসহ সকল খাতে উন্নয়ন বাস্তবে রুপ নিয়েছে। ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হওয়ার লক্ষ্য নির্ধারণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে শেখ হাসিনা। দেশ ও দেশের মানুষের উন্নয়ন করাই শেখ হাসিনার লক্ষ্য।
হুইপ আরও বলেন, দল মত নির্বিশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তার বড় উদাহরণ হচ্ছে প্রাণঘাতী করোনাকালীন সময়। সেই মহামারীতেও জনগণের জীবন বাঁচাতে চিকিৎসাসেবাসহ লকডাউনে ঘরে খাবার পৌছে দিয়েছেন। বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই দেশের মানুষ তার নিজ নিজ ধর্ম নির্ভয়ে পালন করে যাচ্ছেন। বিভিন্ন সংকটকালীন সময়ে দেশের উন্নয়ন অব্যাহত রেখেছেণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই আগামী নির্বাচনে দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই।

সোমবার দিনাজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২২-২৩ অর্থ বছরে গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষন (টিআর) কর্মসুচীর আওতায় দিনাজপুর সদর উপজেলায় মসজিদ, মন্দির, মাদ্রাসা, এতিমখানা, শ্মশানঘাটসহ ১০৬টি জনকল্যানমুখী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ৮৬ লাখ ১৯ হাজার ৩৩৩ টাকার চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।

সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জো¯œা, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মমিনুল ইসলাম, কোতয়ালী থানার ওসি তানভীরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল প্রমুখ। সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জসিম উদ্দীন।

একইদিন হুইপ ইকবালুর রহিম এমপি সেক্টর সদর দপ্তর, বিজিবি দিনাজপুরের ৬৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিজিবি অডিটোরিয়ামে প্রীতিভোজ অনুষ্ঠানের পুর্বে কেক কেটে শুভ সুচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার দিনাজপুরের কর্নেল মোঃ গোলাম মহিউদ্দীন খন্দকার, বিজিবিএম, পিবিজিএম, পিএসসিজি, রংপুর রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল নওরজ এহসান, দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম-সেবা প্রমুখ। এছাড়া বিজিবির উর্দ্ধতন কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদা প্রেসক্লাবের উদ্যোগে বিএনপির কেন্দ্রীয় নেতা ফরহাদ হোসেন আজাদকে সংবর্ধনা

জেলহত্যা দিবস: ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা

দিনাজপুরে ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীর শাকিল হত্যা মামলার আসামি এক মাস ধরে পলাতক, ইউপি চেয়ারম্যানকে খুঁজছে পুলিশ !

আস্করপুর ইউপির বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা বিজয়ীদের পুরষ্কার বিতরণ

রাণীশংকৈল উপজেলা শিক্ষা অফিস আয়োজনে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান

বোদায় ৯৫টি দুর্গামন্ডপে অনুদানের ডিও লেটার বিতরণ

পীরগঞ্জে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্ধোধন

অতিথি পাখিদের কলরবে মুখরিত সরকার পুকুর

শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের যে অগ্রগতি তা এখন বিশ্বস্বীকৃত -রমেশ চন্দ্র সেন এমপি