বিকাশ ঘোষ, বীরগঞ্জ ( দিনাজপুর)প্রতিনিধিঃ- দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, হৃদয়ে রাসুলকে ধারণ করলে কেউ সাম্প্রদায়িক জঙ্গিবাদী হবে না। কারণ রসূল মানবতা, মনুষ্যত্বের প্রতীক। ধর্ম মানুষকে সুন্দর করে, সমৃদ্ধ করে। আর প্রকৃত ধর্ম আরেকজনকে সম্মান করতে শেখায়। যার নীতিনৈতিকতা নেই, মানবিক মূল্যবোধ নেই, সে ধার্মিক হতে পারে না। কারণ ধর্মের শিক্ষাই হলো সততা, পবিত্রতা। নৈতিকতা ও মূল্যবোধ ধর্মের মূল শিক্ষা। ইসলাম সত্য সুন্দরকে গ্রহণ এবং মিথ্যাকে বর্জনের নির্দেশনা দেন।
ঈদ-ই মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বুধবার (১২ অক্টোবর ২০২২) রাতে বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী হাট ওয়াবদ সংলগ্ন শাহজাহান ডিলারের চাতালে অনুষ্ঠিত আজিমুশ্বান ইসলামী জলসায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বীরগঞ্জ উপজেলা কর্মিগ্রুপের কর্মি প্রধান মো. আঃ করিম এর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন হযরত মাওঃ মুফতি মাসুদুর রহমান হামিদী। দ্বিতীয় বক্তার বক্তব্য রাখেন হযরত মাওঃ মো. ইসলাম উদ্দীন। বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. জাকারিয়া জাকা, সাধারন সম্পাদক মো. নুরিয়াস সাঈদ সরকার, শতগ্রাম ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম মোস্তফা, জেলা পরিষদের সদস্য রোকনুজ্জামান বিপ্লব,জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মো.কামাল হোসেন।