পঞ্চগড় প্রতিনিধি\বার্ন স্পেশালিস্ট ডা. সামন্ত লাল সেন নতুন সরকারের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় পঞ্চগড়ে মিষ্টি বিতরণ করা হয়েছে। সমাজ ও গণমাধ্যম কর্মী মো. শাহজালালের উদ্যোগে গতকাল শনিবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের শেরে বাংলা পার্কে ও তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন যানবাহানের চালক ও যাত্রীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। মো. শাহজালাল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সদ্য যে মন্ত্রী পরিষদ গঠন করেছেন এই মন্ত্রী পরিষদে স্বাস্থ্য খাতে একজন দক্ষ ও ভালো মানুষকে দায়িত্ব দিয়েছেন। ডা. সামন্ত লাল সেন একজন পরিচ্ছন্ন ইমেজের মানুষ। যেহেতু তিনি স্বাস্থ্যখাতের দায়িত্ব নিয়েছেন সে জন্য আমি খুশি হয়ে মিষ্টি বিতরণ করেছি। আমি এই পরিচ্ছন্ন মানুষটিকে পঞ্চগড়বাসীর পক্ষ থেকে শুভ কামনা জানাচ্ছি। আশা করছি পঞ্চগড়সহ দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য সেবার মানোন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাবেন তিনি। সারা দেশের সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলোতে চিকিৎসক উপস্থিতি নিশ্চিত করবেন। এ ছাড়াও স্বাস্থ্যখাতে দুর্নীতি প্রতিরোধে কার্যকর ভুমিকা রাখবেন এমন প্রত্যাশার কথা বলেন তিনি। আমরা আশা করি স্বাস্থ্যখাতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে এবং এ ব্যবস্থা সুন্দর করতে তিনি অক্লান্তভাবে কাজ করে যাবেন।