রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল যুব সংঘের আয়োজনে ২রা ডিসেম্বর বিকেলে রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে প্রয়াত জিল্লুর বিশ্বাস স্মরনে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। ফাইনাল খেলায় যুব সংঘের আহব্বয়ক জিয়াউর রহমানের সভাপতিত্বে খেলার প্রধান অতিথি সাবেক অধ্যক্ষ- আ’লীগ সভাপতি সইদুল হক বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন, গেস্ট অব অনার পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, জনাব,আহম্মেদ হোসেন বিপ্লব-যুগ্ন সাধারন সম্পাদক আ’লীগ, সাবেক মেয়র আলমগীর সরকার-রাণীশংকৈল পৌরসভা,যুবলীগ নেতা রমজান আলী। এসময় উপস্থিত ছিলেন- মাসউদ আলম- অধ্যক্ষ আল আমানাহ ইসলামিক একাডেমি, ছাত্র নেতা তামিম হোসেন,শাহাজালাল, মিঠু, বাবলা, বাপ্পী, ,খেলা পরিচালক জয়নুল আবেদীন, সাদেকুল ্ইসলাম ও বিপলু । খেলায় মিশন একাডেমি বোঁচাগঞ্জ কে ০১ গোলে পরাজিত করে ঠাকুরগাঁও লিটিল স্টার চ্যাম্পিয়ন হয়। খেলার ফলাফল বোঁচাগঞ্জ-০ ঠাকুরগাঁও ০১। হাজারো দর্শক তাদের মন মাতানো খেলা উপভোগ করছে।