বোচাগঞ্জ প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে মেলাগছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন।(২১ডিসেম্বর) সোমবার ১২টায় বোচাগঞ্জ উপজেলা প্রকৌশলী এলজিইডির তত্বাবধানে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভাধীন মেলাগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা ভীত বিশিষ্ট একতালা একাডেমী ভবনের ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।৬৬ লাক টাকা ব্যয়ে উক্ত একাডেমী ভবনের তিনরুম বিশিষ্ট একতালার ছাদ ঢালাইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও এম আই গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট ঠিকাদার মো:মাহবুব রহমান খাঁন, বোচাগঞ্জ উপজেলা প্রকৌশলী মো: আনোয়র হোসেন, প্রধান শিক্ষক শামীম আরা বুলবুল, নির্মান কাজের ঠিকাদার মো: হবিবর রহমান হবি সহ স্কুলের সন্মানিত শিক্ষক-শিক্ষিকা অন্নান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।