বৃহস্পতিবার , ২০ অক্টোবর ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বিসিএস নন-ক্যাডারে সুপারিশের নিয়ম বাতিলের দাবিতে হাবিপ্রবিতে মানববন্ধন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
অক্টোবর ২০, ২০২২ ৯:৪৪ অপরাহ্ণ

৪০তম বিসিএস নন-ক্যাডারে সুপারিশের নিয়ম বাতিলসহ ছয় দফা দাবিতে সমাবেশ ও মানববন্ধন করেছে ৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডার তালিকায় অপেক্ষমাণ থাকা দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সুপারিশ প্রত্যাশী প্রার্থীরা।
ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে (দিনাজপুর-ঢাকা মহাসড়ক) এই সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে ৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডার তালিকায় থাকা অপেক্ষমান প্রার্থীরা।
নন-ক্যাডার পদে নিয়োগের ক্ষেত্রে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন নিয়মে হতাশা ও ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন করেছে প্রার্থীরা। নতুন নিয়ম চালু হলে ৩৭ ও ৩৮তম বিসিএসের তুলনায় কম সংখ্যক পদে নিয়োগ ও নিয়োগে দীর্ঘসূত্রিতা বাড়বে বলে আশঙ্কা তাদের।
প্রার্থীদের ৬ দফা দাবি সমূহ হলো- “বিজ্ঞপ্তির পরে ৪০-৪৪তম বিসিএস পর্যন্ত বিজ্ঞপ্তির তারিখওয়ারি নন-ক্যাডার পদ বিভাজনের মাধ্যমে পদসংখ্যা নির্ধারণের বেকার বিরুদ্ধ ও অযৌক্তিক সিদ্ধান্ত বাতিল, ৪০তম বিসিএস নন-ক্যাডারের পদ ৩৬, ৩৭ ও ৩৮তম বিসিএসকে দেওয়ার অযৌক্তিক সিদ্ধান্ত অবিলম্বে বাতিল, করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত ইতিহাসের দীর্ঘকালীন ৪০তম বিসিএসে উত্তীর্ণ নন-ক্যাডার অপেক্ষমাণ তালিকায় থাকা প্রার্থীদের মধ্য থেকে সর্বোচ্চসংখ্যক প্রার্থীকে নন-ক্যাডারে নিয়োগের সুপারিশ করা, যে প্রক্রিয়া অনুসরণ করে পিএসসি ৩৪-৩৮তম বিসিএস নন-ক্যাডার তালিকা প্রকাশ করেছে, সেই একই প্রক্রিয়ায় বর্তমানে উদ্ভূত সমস্যার সমাধান, ‘যার যা প্রাপ্য, তাকে তা-ই দেওয়া হবে’-পিএসসির এমন বক্তব্যের সুস্পষ্ট ব্যাখ্যা ও বেকারত্ব সৃষ্টির অপপ্রয়াস বন্ধ করে বেকার বান্ধব নীতি গ্রহণ ও বাস্তবায়ন এবং গত এক যুগে পিএসসি যে স্বচ্ছ, নির্ভরযোগ্য ও বেকারবান্ধব প্রতিষ্ঠান ছিল, সেই ধারা অব্যাহত রাখা”।
উক্ত মানববন্ধনে ৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন ক্যাডার তালিকায় অপেক্ষমাণ থাকা প্রত্যাশী প্রার্থীরা বলেন, “আপনারা নিশ্চয়ই ইতোমধ্যেই অবগত আছেন যে, আমরা মেধাবী শিক্ষার্থীরা কেনো আজ রাস্তায় দাড়িয়েছি। আমাদের দাবি একটাই আমরা আজ যে ছয় দফা দাবি নিয়ে সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করেছি, আমাদের সেই ৬ দফা দাবি অবশ্যই অবশ্যই মেনে নিতে হবে এবং বর্তমানে যে সমস্যার সৃষ্টি হয়েছে তার সুষ্ঠু সমাধান করতে হবে।
আমরা মেধাবী শিক্ষার্থীরা কেনো আজ রাস্তায় দাড়িয়েছি, এর দায় কার- আমাদের নাকি রাষ্ট্রের? আপনারা এই মেধাবী শিক্ষার্থীদের দিকে তাকান এবং আমাদের এই বিষয়গুলো বিবেচনা করুন। যদি আমাদের এই দাবি মেনে নেওয়া না হয়, তাহলে আমরা আমাদের বর্তমান এই চলমান কর্মসূচী অব্যাহত রাখবো, আমরা চাই না রাজপথে নামতে। তাই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের অনুরোধ থাকবে আমাদের দিকে আপনি তাকান এবং আমাদের এই ৬ দফা দাবি অবশ্যই বিবেচনা করুন”।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পার্বতীপুরে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

পীরগঞ্জে ৭ জু-য়াড়ী গ্রে-প্তার

বীরগঞ্জে আন্তঃ জেলার কুখ্যাত গরু চোর জামাল গ্রেফতার

হাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচনে সভাপতি তানভির ও সাধারন সম্পাদক যোবায়ের নির্বাচিত

বীরগঞ্জে মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ষ্ট্যান্ড কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত

সেই ভিক্ষুকের পাশে ওসি তানভিরুল ইসলাম

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীর বাবা-ভাই কারাগারে, গণধর্ষণের শিকার হলো ১৬ বছরের মেয়ে !

তারুণ্যের উৎসব উপলক্ষ্যে পুষ্টি ও স্তন ক্যান্সার সেমিনার

ঠাকুরগাঁওয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা – আটক- ১

ঠাকুরগাঁওয়ে বিয়াম ল্যাবরেটরি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা