বৃহস্পতিবার , ২০ অক্টোবর ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম সাবেক প্রতিমন্ত্রী আব্দুর রৌফ চৌধুরী’র মৃত্যুবার্ষিকী আজ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
অক্টোবর ২০, ২০২২ ৯:৫৬ অপরাহ্ণ

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ শুক্রবার মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,ভাষা সৈনিক,সাবেক সংসদ সদস্য,সাবেক প্রতিমন্ত্রী,দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি,কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সদস্য,বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়াবিদ মরহুম জননেতা আব্দুর রৌফ চৌধুরী’র ১৫ তম মৃত্যুবার্ষিকী। রাজনীতির প্রাণ পুরুষ মরহুম এই নেতাকে স্বরণ করতে মৃত্যু বার্ষিকীতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
মরহুম জননেতা আব্দুর রৌফ চৌধুরী ১৯৩৭ সালে ২৮ ডিসেম্বর ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ) দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ধনতলা গ্রামে জন্মগ্রহন করেন। রৌফ চৌধুরীর জন্মের ১ বছর পর তার পিতা মারা যান। ১৯৬২ সালে তিনি পঞ্চগড়ের ব্যবসায়ী ইসমাইল হোসেন সরকারের জ্যেষ্ঠ কন্যা রমিজা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মরহুম আব্দুর রৌফ চৌধুরী ২০০৭ সালের ২১ অক্টোবর মুত্যুবরণ করেন। তিনি ৫ কন্যা ও এক পুত্রের জনক। তার একমাত্র ছেলে খালিদ মাহমুদ চৌধুরী এমপি বর্তমান বাংলাদেশ সরকারের নৌ পরিবহণ মন্ত্রালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বরত আছেন। পরপর তিনবার দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন খালিদ মাহমুদ চৌধুরী।
নির্বাচন
মরহুম জননেতা আব্দুর রৌফ চৌধুরী ১৯৯০ সালে বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৯৬ সালে দিনাজপুর-১ আসন (বীরগঞ্জ-কাহারোল) থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়রে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।
রাজনৈতিক জীবন
উচ্চ মাধ্যমিক পড়াকালীন সময়েই তিনি ছাত্র নেতা ছিলেন। ঢাকা কলেজের শিক্ষার্থী থাকা অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে। বঙ্গবন্ধুর নির্দেশেই তিনি দিনাজপুর এস.এন কলেজের ছাত্র সংসদের প্রতিনিধিত্ব করেন। পাকিস্তান আমলে বৃহত্তর দিনাজপুর (বর্তমান দিনাজপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় ) জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। মুক্তিযুদ্ধের পরপরই ১৯৭২ সালে বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠাকালীন সহ সভাপতি ছিলেন আব্দুর রৌফ চৌধুরী। তিনি একাধিকবার বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমটিরি সদস্য ছিলেন। ১৯৯৬ এর পূর্ববর্তী সময়ে দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন একাধারে ১৫ বছর। ২০০২ সালে জোট সরকারের শাসন আমলে ১৫ আগস্ট সেতাবগঞ্জে জাতীয় শোক দিবস কর্মসূচীতে পুলিশের বাঁধার সম্মুখীন হয়ে মাথায় গুরুত্বরভাবে আঘাত পান তিনি। এরপর দীর্ঘদিন চিকিৎসায় থেকে সুস্থ্য হয়ে ওঠেন।
আন্দোলন
১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন, ১৯৬৯ এর গণঅভ্যুান ও ছাত্র সংগ্রাম পরিষদের ১১ দফা আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছেন। ’৭৫ পরবর্তী সামরিক শাসন বিরোধী আন্দোলনে সামনের কাতারে নেতৃত্ব দেন।
মুক্তিযুদ্ধ
আব্দুর রৌফ চৌধুরী যুদ্ধকালীন সময়ে মুজীব নগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের দূত হিসেবে ছিলেন পূর্বাঞ্চলীয় জোনে। সেই সঙ্গে বোচাগঞ্জ উপজেলায় মুক্তিযোদ্ধাদের সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামে প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বোচাগঞ্জ উপজেলাকে পাক-হানাদার মুক্ত করেন।
ক্রীড়াজীবন
৫০ থেকে ৬০ এর দশকে ফুটবল খেলায় দিনাজপুরের জন্য অনেক সুনাম বয়ে এনেছিলেন তিনি। তৎকালীন স্থানীয় ডি.এস.এ দলের অপরিহার্য খেলোয়াড় ছিলেন এবং দিনাজপুর ডি.এস.এ দলের হয়ে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, পাবনা, রাজশাহী জেলায় নানা প্রতিযোগিতায় অংশ নিয়ে জয়ের মুকুট ছিনিয়ে নিয়ে আসেন। সেই সময় উত্তরবঙ্গের সেরা ফুটবলার হিসেবে বিবেচিত হয়ে ছিলেন।খেলোয়াড়ের পাশাপাশি তিনি সফল ক্রীড়া সংগঠকও ছিলেন। তার নির্দেশনায় অনেক কৃতী খেলোয়াড় গড়ে ওঠেন।
মরহুম আব্দুর রৌফ চৌধুরী’র ছিলেন একজন কমল হৃদয়ের মানুষ। তিনি কখনো কারো দুঃখ-কষ্ট দেখে থাকতে পারতেন না। তিনি একজন দানশীল ব্যক্তি ছিলেন। বৃহত্তর দিনাজপুর জেলার রাজনীতিতে তাঁর অপরিসীম ভূমিকা ছিল। আজকে তার তারই যোগ্য উত্তরসূরি একমাত্র ছেলে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
প্রতিমন্ত্রী মরহুম আব্দুর রৌফ চৌধুরী’র ১৫ তম মৃত্যুবার্ষিকী দিবসটি পালনে বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ বিস্তারিত কর্মসূচী গ্রহণ করেছে।
বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কর্মসূচি অনুযায়ী ২১ অক্টোবর শুক্রবার সকাল ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা ,কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ, সকাল ৮.৩০ মিনিটে মরহুমের সমাধিতে শ্রদ্ধাজ্ঞলি অর্পণ, সকাল ৯.৩০ মিনিটে মরহুমের সমাধিস্থলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বিকাল ৪ টায় আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়ামে স্মরণসভা আয়োজন করেছে।
অপরদিকে আব্দুর রৌফ চেীধুরী ফাউন্ডেশন বিস্তারিত কর্মসূচী গ্রহণ করেছে। সকাল ৭টায় কোরআন খানী,সকাল ৮.৩০ মিনিটে মরহুমের সমাধিতে শ্রদ্ধাজ্ঞলি অর্পণ। সকাল ৯.৩০ মিনিটে দোয়া মাহফিল (মরহুমের সমাধিস্থলে দোয়া মাহফিল)। ২২ শে অক্টোবর দিনব্যাপি ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রথম নারী অর্থসচিব পেল বাংলাদেশ

আটোয়ারীতে শিক্ষক দিবস পালিত

ডেমক্রেসীওয়াচের উদ্দোগে অপরাজিতাদের নেতৃত্ব বিকাশ,নেটওয়ার্কিং ও অ্যাডভোকেসী বিষয়ক প্রশিক্ষণ

পঞ্চগড়ে সরকারি হাসপাতালে চিকিৎসক পদায়নের দাবিতে নাগরিক কমিটির মানববন্ধন

বীরগঞ্জ পৌর মেয়রের ৬০তম জন্মদিন উদযাপন

বোচাগঞ্জে আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশন কর্তৃক গাছের চারা বিতরন

হরিপুরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ই-ফাইলিং প্রশিক্ষণ অনুষ্ঠিত

বোচাগঞ্জে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে ৯টি ইউনিয়নে ৪২জন নৌকা প্রত্যাশী

পুরনো ঐতিহ্য ও রাজ পরিবারের প্রথা অনুযায়ী নৌপথে শ্রীশ্রী কান্তজীউ’র যুগল বিগ্রহ আজ রাজবাড়ী যাবে