পীরগঞ্জ প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে খনগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় লোহাগাড়া ডিগ্রী কলেজ মাঠে এ সম্মেলন হয়।
৩নং খনগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মাহাবুব জামিলের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি হাফিজ উদ্দিন আহম্মেদ, উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল আনাম চৌধুরী, সাবেক ছাত্র নেতা সামসু হাবিব বিদ্যুৎ, জাতীয় পার্টির সহ-সভাপতি দবিরুল ইসলাম, জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান আনিস, শ্রমিক নেতা সাহেব আলী, যুব সংহতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, উপজেলা ছাত্র সমাজের আহŸায়ক আশরাফুল ইসলাম, খনগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির ইউ’পি নেতা ফরহাদ হোসেন, আবু শাহীন, ইকরামুল হক, রুহুল আমীন, আবুল কাশেম, মনসুর আলী, মানিক, অমল চন্দ্র রায় প্রমূখ। সম্মেলনে মাহাবুব জামিল কে সভাপতি ও আশরাফ আলী কে সাধারণ সম্পাদক এবং ফরহাদ হোসেন কে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট পূণাঙ্গ কমিটি গঠন করা হয়।