মনোজ রায় হিরু, আটোয়ারী প্রতিনিধিঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে সাবিনা আক্তার (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা যায়, মৃত সাবিনা আক্তার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে। পরিবার সহ সাবিনারা ঢাকায় বসবাস করতো।শুক্রবার দুপুরে পাড়ার ছেলেমেয়েদের সাথে বাড়ির পার্শ্বের পুকুরে গোসল করতে নামে। গোসল শেষে সবাই উঠে এলেও সাবিনাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন পুকুরে মাছ ধরা জাল দিয়ে তার মৃত দেহ উদ্ধার করে। ঈদে একই ইউনিয়নের লক্ষীদ্বার গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে। সাবিনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বলরামপুর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন।