বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের বোদায় বীর মুক্তিযোদ্ধা ও বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ওয়াহিদুল করিম গত মঙ্গলবার সন্ধ্যায় বার্ধ্যক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার সকাল ১১টায় মাঝগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের প্রতি রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করে জানাজা শেষে কুড়ালীপাড়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের মৃত্যুতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, বাংলাদেশে জাসদ জেলা কমিটির সভাপতি এমরান আল আমিন,সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আশরাফুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি গভীর শোক প্রকাশ করেছেন।