বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারন সভা ও নতুন কার্যকরী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
বুধবার রাতে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সমিতির কার্যালয়ে সহ-সভাপতি মোঃ ওসমান শরিফের সভাপতিত্বে বার্ষিক সাধারন সভায় বার্ষিক প্রতিবেদন ও আয়-ব্যয়ের প্রতিবেদন পাঠ করেন সমিতির সাধারন সম্পাদক মোঃ ফরিদ হোসেন। উপস্থিত সদস্যরা কন্ঠ ভোটের মাধ্যমে সর্বসম্মতিক্রমে প্রতিবেদন দুটির অনুমোদন প্রদান করেন।
দ্বিতীয় পর্বে নতুন কমিটি গঠনে সদস্যরা সর্বসম্মতিক্রমে সভাপতি- মোঃ ফরিদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহিন ও মোঃ গফফার ইসলামসহ মোট ৭ জন, সাধারন সম্পাদক-মোঃ রহমত আলী, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন ও মোঃ মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ ও মোঃ সাজেদুর রহমান, প্রচার সম্পাদক-মোঃ আনোয়ার শাহাদাত মানিক, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ জেসমিন আক্তার, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক-আলহাজ মোঃ হাফিজুর রহমানসহ ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ও ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়। উল্লেখ্য, বাংলাদেশ চুতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মোঃ মোক্তার হোসেন স্বাক্ষরিত এক পত্রে কর্মচারীদের ন্যায় সংগত দাবী বাস্তবায়নের লক্ষ্যে সংগঠনের গতিশীলতা ফিরিয়ে আনতে ৩০ ডিসেম্বর ২০২২ইং তারিখের মধ্যে জেলা ও উপজেলা এবং ইউনিট কমিটি গঠনের জন্য নির্দেশ প্রদান করলে ৩০ নভেম্বর বুধবার রাতে বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারন সভায় সর্বসম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি এবং ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।