বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের বোদা পৌরসভার তফসিল ঘোষণা করা
হয়েছে। গতকাল সোমবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) মোঃ
জাহাঙ্গীর আলম বোদা পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল
ঘোষণা অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ১লা ডিসেম্বর,
মনোনয়নপত্র যাচাই বাছাই ৩ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১০
ডিসেম্বর এবং ২৯ ডিসেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন
ইলেকট্রনিক ভোটিং মেশিনে অনুষ্ঠিত হবে। উল্লেখ, ২০০১ সালে বোদা পৌরসভা
প্রতিষ্ঠিত হয়। পৌরসভার প্রতিষ্ঠা হওয়ার পর সীমানা জটিলতায় র্দীঘ ১৬ বছর পর
গত ২০১৭ সালের ২৮ ডিসেম্বর প্রথম পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী
২৯ ডিসেম্বর বোদা পৌরসভার দ্বিতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। পৌরসভার
নির্বাচনের তফসিল ঘোষণার পর হতে প্রার্থী ও ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ
উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে।