বোচাগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি॥
স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ও সরকারী নির্দেশনা মোতাবেক সেতাবগঞ্জ চিনিকলের আখ ঠাকুরগাঁও চিনিকলে সরবরাহ শুরু হয়েছে। গত মঙ্গলবার রাত ৮টায় সেতাবগঞ্জ চিনিকলের আওতাধীন সাদামহল ইক্ষু কেন্দ্র হতে আখ সরবরাহ কার্যক্রম শুরু করা হয়।এসময় বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল, সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এএসএম জাকির হোসেন, জিএম (কৃষি) চিত্ত রঞ্জন দাস, জিএম (প্রশাসন) মাসুদ সাদিক, ব্যবস্থাপক (খামার) আইয়ুব আলী, ব্যবস্থাপক (সিপি) বেলায়েত হোসেন, প্রশাসনিক কর্মকর্তা ধীরেন্দ্র নাথ, সহকারী হিসাব রক্ষন কর্মকর্তা শামীম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।