মঙ্গলবার , ১৫ নভেম্বর ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

খানসামার এতিমখানায় বৃক্ষরোপণ করলেন ইউএনও

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ১৫, ২০২২ ১০:০২ অপরাহ্ণ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুরের খানসামা উপজেলার উত্তর সহজপুর কবরস্থান হাফেজিয়া এতিমখানা ও লিল্লাহ বোডিং এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন।
মঙ্গলবার দুপুর ১২ ঘটিকা অত্র প্রতিষ্ঠান মাঠে নারিকেল চারা লাগিয়ে প্রধান অতিথির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার।
এর পরে বিশেষ অতিথি হিসেবে গাছের চারা রোপণ করেন অত্র মাদ্রাসার সভাপতি ও খানসামা প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন। প্রেসক্লাব সহ-সভাপতি তফিজ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক সিকান্দার আলী কাবুল। এ সময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসা কমিটির সদস্যবৃন্দ, প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ এলাকাবাসী।
এই বৃক্ষরোপণ কর্মসূচি পর্যায়ক্রমে চার শতাধিক গাছের চারা রোপন করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও