শনিবার , ১৯ নভেম্বর ২০২২ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কর্মীসভায় বক্তারা দেশের মানুষ গভীর সংকটকাল অতিক্রম করছে

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ১৯, ২০২২ ৮:২১ অপরাহ্ণ

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতিরোধ, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে কৃষক শ্রমিক মেহনতি মানুষসহ জনগণকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের ভারপ্রাপ্ত সম্পাদক কমরেড আখতার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ, কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য মোশারফ হোসেন নান্নু, জেলা সদস্য রাসেল শাহীন, সঞ্জিত প্রসাদ জিতু।
সভায় ইকবাল কবির জাহিদ বলেন, দেশের মানুষ গভীর সংকটকাল অতিক্রম করছে, চাল ডাল তেলসহ নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যমূল্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। তারপরও প্রতিদিন দ্রব্যমূল্য দাম অব্যাহতভাবে বাড়ছে বিপরীত দিকে জনগণের আয় ক্রমাগতভাবে কমছে, শিক্ষার মান গুণগতভাবে কমছে, শিক্ষিত বেকার যুবকের সংখ্যা বাড়ছে দেশে কর্মসংস্থান নেই। চিকিৎসা সেবা জনগণের নাগাদের বাইরে চলে গেছে, গণতান্ত্রিক অধিকারসহ মানুষের ভাত ও ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। দেশে বর্তমানে বাক-ব্যক্তি স্বাধীনতাসহ মত প্রকাশের অধিকার নেই। এই সাম্রাজ্যবাদের দাসত্ববাদী সরকার দমন নিপীড়নের মাধ্যমে পুনরায় ক্ষমতায় আসার নানা ফন্দি ফিকির শুরু করেছে। ক্ষমতার প্রয়োজনে দেশের জাতীয় স্বার্থকে বিদেশীদের হাতে তুলে দেওয়া হচ্ছে। একে একে পাটকল, চিনিকল টেক্সটাইল মিলসহ দেশের সকল রাষ্ট্রায়াত্ব শিল্প কলকারখানা বন্ধ করা হয়েছে, শিক্ষা স্বাস্থ্য বাজারের উপর ছেড়ে দিয়েছে। কুইক রেন্টাল বিদ্যুৎ এর নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। এই আওয়ামী লীগের বিদেশি দাসত্ববাদী সরকারের ১৪ বছরের সময়কালেে প্রায় ১১ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, বর্তমানে মাথাপিছু ঋণের পরিমাণ দাড়িয়েছে ১লাখ টাকা। আবারও আইএমএফ বিশ্ব ব্যাংকের কাছে আরো ঋণ নিয়ে সরকার জনগণকে স্থায়ীভাবে ঋণের জলে আবদ্ধ করতে চান।
ইকবাল কবির জাহিদ বলেন, আরো বৈদেশিক ঋণের বোঝা না বাড়িয়ে বিদেশে পাচারকৃত টাকা ফেরত নিয়ে আসা এবং দুর্নীতি বন্ধ করে বর্তমান সংকট মোকাবেলার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। কমরেড ইকবাল কবির জাহিদ আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণকে গণআন্দোলন সংগ্রামের মাধ্যমে গণঅভ্যুত্থানের আহ্বান জানান।
সভার শুরুতে ২৬ জুলাই পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং জেলা সম্পাদক আনোয়ার আলী সরকার মৃত্যুতে ১ মিনিটের নিরবতা পালন ও গভীর শোক প্রকাশ করা হয়। কর্মী সভা সঞ্চালনা করেন মোঃ আতাউর রহমান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের জন্য কাউন্সিলিং অ্যান্ড মোটিভেশন শীর্ষক ৩ দিনব্যাপী সেমিনার সমাপ্ত

খানসামার বৈদ্যুতিক ও প্লাম্বার নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন

ডেমক্রেসীওযাচের উদ্দোগে বিরামপুরে দিনব্যাপী অভিজ্ঞ অপরাজিতাদের নেতৃত্ব বিকাশ, নেটওয়ার্কিং ও অ্যাডভোকেসী বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

বোচাগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আফছার আলীর মায়ের দাফন সম্পন্ন

পীরগঞ্জে খামারীদের মাঝে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কাহারোলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

কাহারােলে পারিবারিক কলহের কারনে স্ত্রীকে হত্যা করেছে ঘাতক স্বামী ও শাশুড়ি

পীরগঞ্জে ৪’ঔষধ ফার্মেসীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

গণমাধ্যমসহ সুশিল সমাজকে সাথে নিয়ে বিরলকে মাদক মুক্ত করতে চাই–বিরল থানার ওসি

বীরগঞ্জে খাদ্যে ভেলাল বিরোধী অভিযানে গোবিন্দ ভোগ মিষ্টান্ন ভান্ডারসহ ২০ হাজার টাকা জরিমানা