বিকাশ ঘোষ,বীরগঞ্জ,( দিনাজপুর) প্রতিনিধি ॥ ভোক্তা অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ও খাদ্যে ভেজাল রোধে ভেজাল বিরোধী অভিযানে দিনাজপুরের বীরগঞ্জে তিন ব্যবসায়ীর মালামাল জব্দ ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের কবিরাজ হাট সংলগ্ন গোবিন্দ ভোগ মিষ্টান্ন ভান্ডারের কারখানায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরিসহ বাসিঁ-পচা ৫ ড্রাম সিরা জব্দ ও ডিসপোজাল করেন এবং তাৎক্ষণিক ভাবে মালিককে ৪৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা আদায়সহ স্বাস্হ্য সম্মত ভাবে মিষ্টি উৎপাদন ও প্রক্রিয়াকরণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। একইদিনে ৯নং সাতোর ইউনিয়নের ২৫ মাইল বাজারে খাদ্যে ভেজাল রোধে অভিযান চালিয়ে ভাই-ভাই হোটেলকে ভোক্তা অধিকার আইনে ৪৩ ধারায় ৫ হাজার টাকা ও মেসার্স রহমান ষ্টোরকে ৪৫ ধারায় ৫ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর জেলার সহকারী পরিচালক মমতাজ বেগম, প্রসিকিউশন করেন বীরগঞ্জ উপজেলার স্যানিটারি ইইন্সপেক্টর ফরিদ বিন ইসলাম এবং এই অভিযানে সহযোগিতা করেন দিনাজপুর জেলা পুলিশ।
এমপি গোপালের রোগ মুক্তি কামনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত
বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে এমপি মনোরঞ্জন শীল গোপালের রোগ মুক্তি কামনায় প্রার্থনা সভা অনুষ্ঠত হয়েছে। এবীরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি :দিনাজপুরের বীরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজের ছাত্রী অনশন ও অবস্থান নিয়েছে। প্রতারক প্রেমিক পলাতক থাকায় তার স্বজনরা শারীরিক নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিয়েছে বলে অভিযোগ করছেন ওই ছাত্রী। ভুক্তভোগী ছাত্রী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১টা ধরে উপজেলার মোহাম্মপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের হরিস চন্দ্র রায়ের ছেলে চন্দন রায়ের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ ডিগ্রি কলেজের ২য় বর্ষের ছাত্রী।ভুক্তভোগী ছাত্রী জানান, চন্দন রায়ের সাথে মুঠোফোনে তার তিন বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই ছাত্রীর সাথে প্রায়শই নিভৃতে দু’জন দেখা করতো। বিয়ের প্রলোভনে একাধিক বার লম্পট চন্দন তার সাথে অবৈধ শারীরিক সম্পর্ক করে। প্রেমিক চন্দন তাকে বিয়ে না করলে আত্মহত্যার কথাও জানায় ওই শিক্ষার্থী। প্রতারক চন্দন মুঠোফোন রিসিভ না হলে তার পিতা হরিসচন্দ রায় শারীরিক নির্যাতনের বিষয়টি স্বীকার করে জানান, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করে নেয়া হবে। এব্যাপারে ভুক্তভোগী শিক্ষার্থী স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।বীরগঞ্জ মহানাম যজ্ঞানুষ্ঠানের পরিচালনা কমিটির উদ্যোগে মঙ্গলবার বিকেল ৪ টায় মহানাম যজ্ঞানুষ্ঠান প্রাঙ্গণে কৃষ্ণ মন্দিরে পূজাঅর্চণার মাধ্যমে দিনাজপুর-১(বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য ও হিন্দু কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল করোনায় আক্রান্ত হওয়ায় তাঁর আশু রোগ মুক্তি কামনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। প্রার্থনা সভায় মহানাম যজ্ঞানুষ্ঠান পরিচালনা কমিটি, বাংলাদেশ পূজা উদ্যাপন কমিটি ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের মধ্যে বাবু গিরিজা নাথ দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিন্দ্রনাথ গোবিন বর্মন, বাবু সীতা নাথ দাস, বাবু বিমল চন্দ্র দাস, সুজালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবু মহেশ চন্দ্র রায়, নৃপেন্দ্র নাথ রায়, বাবু রতন কুমার সাহা রেন্টু, মধুসুদন দাস কেতু, দীপঙ্কর রাহা বাপ্পী, ভবেশ চন্দ্র রায়, কৃষ্ণ কুমার সরকার সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রার্থনা সভা পরিচালনা করেন মাষ্টার বলরাম বর্মা। একই দিনে বীরগঞ্জ পৌরসভার মেয়র মোশারফ হোসেন বাবুলের আহব্বানে পৌরসভা হলরুমে দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালের আশু রোগমুক্তি কামনায় বাদ জোহর দো’য়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী ও সুধীজন এসময় উপস্থিত ছিলেন। অপর দিকে গত সোমবার ৯ নং সাতোর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সভাপতি জাকির হোসেন রাজার আহবানে বাদ জোহর একই সময়ে ৫৮ টি সমজিদে এবং ইউনিয়নের সকল মন্দিরে এমপি গোপালের আশু রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও প্রার্থনা সভা অনুষ্টিত হয়েছে।
বীরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি :দিনাজপুরের বীরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজের ছাত্রী অনশন ও অবস্থান নিয়েছে। প্রতারক প্রেমিক পলাতক থাকায় তার স্বজনরা শারীরিক নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিয়েছে বলে অভিযোগ করছেন ওই ছাত্রী। ভুক্তভোগী ছাত্রী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১টা ধরে উপজেলার মোহাম্মপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের হরিস চন্দ্র রায়ের ছেলে চন্দন রায়ের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ ডিগ্রি কলেজের ২য় বর্ষের ছাত্রী।ভুক্তভোগী ছাত্রী জানান, চন্দন রায়ের সাথে মুঠোফোনে তার তিন বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই ছাত্রীর সাথে প্রায়শই নিভৃতে দু’জন দেখা করতো। বিয়ের প্রলোভনে একাধিক বার লম্পট চন্দন তার সাথে অবৈধ শারীরিক সম্পর্ক করে। প্রেমিক চন্দন তাকে বিয়ে না করলে আত্মহত্যার কথাও জানায় ওই শিক্ষার্থী। প্রতারক চন্দন মুঠোফোন রিসিভ না হলে তার পিতা হরিসচন্দ রায় শারীরিক নির্যাতনের বিষয়টি স্বীকার করে জানান, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করে নেয়া হবে। এব্যাপারে ভুক্তভোগী শিক্ষার্থী স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন করেন মেয়র মোঃ মোশারফ হোসেন
বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার আলিয়া মাদ্রাসার পূর্ব হতে হাইওয়ে রোড় পর্যন্ত সড়ক কার্পেটিং কাজ শুরু হয়েছে। ৮ জুন মঙ্গলবার সকাল ১১টায় আলিয়া মাদ্রাসার পূর্ব হতে হাইওয়ে রোড় পর্যন্ত রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন করেন বীরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোশারফ হোসেন (বাবুল) । এ সময় মেয়র কাজের মান পরীক্ষা করে দেখেন এবং যথাযথ মান বজায় রেখে দ্রুত কাজ শেষ করার নির্দেশনা প্রদান করেন। মেয়র মোঃমোশাররফ হোসেন বাবুল বলেন, বীরগঞ্জ পৌরসভার ছোট বড় প্রতিটি কাজ গুরুত্ব সহকারে দেখতে হবে, কাজ মানুষকে দ্বায়িত্বশীল বানিয়ে দেয়।এসময় বীরগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী নূরুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী তুষার,সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর মোছা: নার্গিস বেগম কেয়া, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল বারিক, ২ নং মোঃ আশরাফুল আলম ফুলি ,৩ নং আব্দুল আহাদ, ৬নং মেহেদী হাসান মেহেদী , ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল হাবীব, ঠিকাদার কামরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন ।