রবিবার , ২০ নভেম্বর ২০২২ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বিরামপুরে আনসার ও ভিডিপি সমাবেশ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ২০, ২০২২ ৯:৫৭ অপরাহ্ণ

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর জেলার বিরামপুরে আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে বিরামপুর উপজেলার পৌর শহরের আনসার মাঠে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দিনাজপুর জেলা কমান্ড্যান্ট মোঃ হাছান আলী পিভিএম এর সভাপতিত্বে উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোছাঃ তাহেরা সুলতানার পরিচালনায় এ সমাবেশে অনুষ্ঠিত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের পরিচালক মোঃ আব্দুস সামাদ পিভিএমএস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত।
সমাবেশে পেশাগত দায়িত্ব পালনে কৃতিত্ব রাখায় কয়েকজন আনসার ও ভিডিপি সদস্যকে পুরস্কার প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত