বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের বোদায় প্রতি বছরের ন্যায় এবারও বিশ্বকাপ ফুটবল খেলা দেখাবেন জাসদ কেন্দ্রীয় নেতা, বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা কমিটির সভাপতি ও বোদা মহিলা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক এমরান আল আমিন। ২০০২ সাল হতে প্রতিটি বিশ^কাপ ফুটবল খেলা বোদা পল্লীবিদ্যুৎ অফিসের সামনে তার নিজস্ব মিল চাতালে দেখানো হয়েছে বলে তিনি জানান। তিনি গতকাল রবিবার বিকলে চলতি বিশ^কাপ ফুটবল খেলা দেখার জন্য একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেন। এই সমাবেশে তিনি তার নিজস্ব মিল চাতালে বড় পর্দায় প্রতি বছরের ন্যায় এবারও বিশ^কাপ ফুটবল খেলা দেখার আহবান জানান।