দিনাজপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার হিসেবে যোগদান করায় মো: রমিজ আলমকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ দিনাজপুর জেলা শাখার নেতৃবৃন্দ ।
মঙ্গলবার সকালে এ অভিনন্দন জানানো হয় ।এসময় উপস্থিত ছিলেন সংগঠনের দিনাজপুর জেলা শাখার সভাপতি আল-মামুন সরকার,সাধারন সম্পাদক মো: জুয়েল, সাংগঠনিক সম্পাদক মো: আরজ,কোষাধ্যক্ষ লায়ন, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মুক্তি, সদস্য বকুল তোফাজ্জল, লেলিন ।
এসময় নবাগত নির্বাহী অফিসারের সাথে মতবিনিময়কালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ দিনাজপুর জেলা শাখার নেতৃবৃন্দ সাংগঠনিক কার্যক্রম উল্লেখ করে,তাদের পরিকল্পনাগুলো তুলে ধরেন ।