বুধবার , ২৩ নভেম্বর ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

হাবিপ্রবিতে কর্মশালার সমাপনীতে আইসিটি বিভাগের সিনিয়র সচিব স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে হাবিপ্রবি হবে পাওনিয়ার

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ২৩, ২০২২ ৮:৫৬ অপরাহ্ণ

ক্যাশলেস পেপারলেস এবং স্মার্ট হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) গঠনের লক্ষ্যে ডিজিটাল সার্ভিস এক্সিলারেটর, এটুআই, আইসিটি বিভাগ এর সহযোগিতায় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক-কর্মকর্তাগণের জন্য “ডিজিটাল স্ট্রেটেজি ডিজাইন ল্যাব (ডিএসডিএল)” বিষয়ক ৩ দিনব্যাপী কর্মশালা বুধবার সমাপ্ত হয়েছে। সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স রুমে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব জনাব এন. এম. জিয়াউল আলম পিএএ, সভাপতিত্ব করেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান এবং অনলাইনে যুক্ত ছিলেন যুগ্ন সচিব ও আইসিটি বিভাগের এটুআই প্রকল্পের পরিচালক ড. দেওয়ান মোঃ হুমায়ুন কবীর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার, চীফ ই-গভর্ণেন্স স্ট্রেটেজিস ডিজিটাল সার্ভিস ফ্যাসিলারেটর জনাব সরকার জাহিদ শেখ।
কর্মশালায় আইসিটি বিভাগ থেকে আগত অতিথিগণ রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই কর্মশালায় অংশগহণ করা শিক্ষক-কর্মকর্তাগণের মধ্যে থেকে সংশ্লিষ্ট গ্রুপের প্রতিনিধিগণ ¯øাইডের মাধ্যমে নিজ নিজ গ্রুপের কর্মকান্ড উপস্থাপন করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন. এম. জিয়াউল আলম বলেন, আপনাদের ক্যাশলেস পেপারলেস, স্মার্ট ক্যাম্পাস হিসাবে রূপান্তরের উপস্থাপনাগুলো অনেক ভালো লেগেছে। এগুলো বাস্তবায়নে আমরা সর্বাত্মক চেষ্টা করবো। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য নির্দেশনা দিয়েছেন। আমরা ইতোমধ্যেই স্মার্ট বাংলাদেশ মাস্টার প্ল্যান তৈরি করেছি যেখানে কৃষি হবে স্মার্ট কৃষি, মানুষের স্বাস্থ্যসেবা হবে স্মার্ট স্বাস্থ্য। এই স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আন্তরিকতার সাথে এগিয়ে এসেছে এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট এবং সকলের এই আন্তরিকতা ও অংশগ্রহণে হাবিপ্রবি স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে গুরুত্বপ‚র্ন ভ‚মিকা রাখবে। পরিশেষে তিনি এধরনের উদ্যোগের জন্য হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সভাপতির সমাপনী বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান বলেন, প্রতিমন্ত্রীর ঘোষণার পর থেকেই আমরা বিভিন্ন কর্মশালার আয়োজন করি। আমরা সাত সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছিলাম যাদের অক্লান্ত পরিশ্রমে প্রোগ্রামটি সফলতা পেয়েছে। আমরা শুরু থেকেই পুরো বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেছি। আমরা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। আগামী জাতীয় নির্বাচনের আগেই এ বিশ্ববিদ্যালয়ে আংশিক হলেও ক্যাশলেস, পেপারলেস, মডেল হাবিপ্রবি প্রোগ্রামটির ইমপ্লিমেন্টেশন সম্পাদন হবে বলে আমরা প্রত্যাশা করছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে ফসলের জমিতে ইঁদুরের আক্রমণ, দিশেহারা কৃষক

করোনায় ঢামেকের প্রশাসনিক কর্মকর্তা রাশেদুলের মৃত্যু

বীরগঞ্জে ভূমি অধিকার ও কৃষি ভূমি সংস্কার বিষয়ে মতবিনিময়

আমরা কখনও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিরল স্থলবন্দর পূর্ণাঙ্গভাবে চালু করার পদক্ষেপ নিব —-বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মোজাহারুল ইসলাম

তেঁতুলিয়ায় যুব উন্নয়নের দুই মাসব্যাপি কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন

প্রাথমিকে পরীক্ষা ছাড়া মূল্যায়ন, রোল থাকবে একই

রাণীশংকৈলে ৮নং নন্দুয়ার নৌকার প্রার্থীর সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা

লজ্জা থাকলে বিএনপির কোন নেতৃবৃন্দ পদ্মা সেতু দিয়ে চলাচল করবে না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান ফারুক আলম টবি

দিনাজপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল আজহা নামাজ আদায়