শনিবার , ২৬ নভেম্বর ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

অর্থের অভাবে কোন ব্যাক্তি ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেনা—দায়রা জজ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ২৬, ২০২২ ৭:৫১ অপরাহ্ণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\ জাতীয় আইনগত সহায়ক প্রদান সংস্থা লিগ্যাল এইড দিনাজপুরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাদিয়া সুলতানা বলেছেন অর্থের অভাবে কোন ব্যাক্তি ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেনা। যার অর্থ নাই তার পাশে রয়েছে লিগ্যাল এই।
শনিবার সকাল ১০ টায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদ সভা কক্ষে, উপজেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে উদ্বুদ্ধ করণ বিষয়ক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি উপরোক্ত কথা বলেন।
লিগ্যাল এইস উদ্বুদ্ধ করণ সমন্বয় সভায় উপজেলা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর লিগ্যাল এইড এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান,জেলা অতিরিক্ত দায়রা জজ সাদিয়া সুলতানা। এতে বক্তব্য রাখেন দিনাজপুর লিগ্যাল এইড কর্মকর্তা সিনিয়র সহকারী জজ মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন, ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম প্রমুখ।
জেলা অতিরিক্ত দায়রা জজ সাদিয়া সুলতানা বলেন প্রত্যেক মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে, কিন্তু যারা দরিদ্র অর্থের অভাবে ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়, তাদের পাশে রয়েছে জাতীয় আইনগত সহায়ক প্রদান সংস্থা লিগ্যাল এইড। তিনি বলেন লিগ্যাল এইড আইনগত সহায়তা দেয়ার জন্য বসে আছে, সেখানে যাওয়া মাত্র তাদের বিনামূল্যে আইনগ সহায়তা প্রদান করা হয। এ জন্য দরিদ্র ব্যাক্তিদের আইনগত সহায়তা দিতে লিগ্যাল এইড অফিসে নিয়ে আসার জন্য স্থানীয় জনপ্রতিনিধিসহ সমাজ কর্মিদের আহবান জানান।
লিগ্যাল এইড উদ্বুদ্ধ করণ সমন্বয় সভায় বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধি জনপ্রতিনিধি ও সরকারী পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনা করোনাকালীন মুহূর্তেও নৃ-তাত্বিক জনগোষ্ঠীকে মূলস্রোত ধারায় ফিরিয়ে আনতে ভুলেন নাই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুরে ব্রীজের গার্ডার ভেঙে বাস খাদে, নিহত ২

ট্রেনের টিকিট কালোবাজারিতে যুবক আটক

হরিপুরে বাংলা নববর্ষ বরণ উপলক্ষ্যে বর্ন্যাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে জেলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভা

বীরগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ঠাকুরগাঁও হাসপাতালে জিম্মি রোগীরা, পকেট কাটছে সিন্ডিকেট চক্র !

বোচাগঞ্জে মাদকসেবী পুত্রকে আইনের হাতে তুলে দিলেন জন্মদাতা পিতা

মরে যাচ্ছে ঢেপা নদী, নদীর বুকে আবাদ হচ্ছে বিভিন্ন ফসল

হরিপুরে কৃষি যন্ত্র বিতরণ