দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা মনোনীত
নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে জেলা
আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভা
দিনাজপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে সোমবার বিকেলে দিনাজপুর নাট্য সমিতির হলরুমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মনোনীত দলীয় নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয় সুনিশ্চিত করতে জেলা নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) সংসদীয় আসনের নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
জেলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, এ্যাডভোকট জাকিয়া তাবাস্সুম জুঁই এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ বজলুল হক, মোঃ আলাউদ্দীন, জেলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল প্রমুখ। এসময় জেলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।