বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে সোমবার সকালে পাল্টাপুর ইউনিয়নের সনকা গ্রামের সনকা উলুম জামে মসজিদে ভিলেজ সোস্যাল ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশন( ভিএসডিএ) এর আয়োজনে টিউবওয়েল প্রদান করা হয়। এসময় (ভিএসডিএ)এর নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম,হাফেজ মাওলানা, রাশিদুল ইসলাম অত্র মসজিদ কমিটির সাধারণ সম্পাদক দুলাল ইসলাম, সদস্য এমাজউদ্দিন ও সায়েরা ফাউন্ডেশন এর পরিচালক সেলিম ইসলাম,সদস্য ইমরান, মফু ইসলাম,আতাউর রহমান সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।