দিনাজপুরে ইজিবাইক চালক খালেকুল ইসলাম হত্যাকারীর বিচারের দাবীতে আধাবেলা ধর্মঘটের পাশাপাশি বিক্ষোভ করেছেন ব্যাটারী চালিত ইজিবাইক মালিক-শ্রমিক চালক সোসাইটি দিনাজপুর জেলা শাখা।
বিচার দাবীতে ডাকা আধা বেলা ধর্মঘটে দিনাজপুর শহরে চরম ভোগান্তিতে পরে সাধারন মানুষ ও ছাত্র-ছাত্রীরা । পায়ে হেঁটে অফিস স্কুল সহ সব ধরনের কাজে যেতে হচ্ছে সাধারণ মানুষকে।
গতকাল রোববার দিনাজপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে জেলা ইজিবাইক শ্রমিক ও মালিক সমিতি। পরে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেছে।
রোববার ভোরবেলা থেকে দুপুর পর্যন্ত ইজিবাইক চলাচল বন্ধ রেখে ধর্মঘট পালন করে চালকরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা ব্যাটারী চালিত ইজিবাইক মালিক-শ্রমিক-চালক সোসাইটির সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সিনিয়র সহ-সভাপতি শাহিনুর ইসলাম স্বপন, সহ-সভাপতি জুলকারনাইন সাগর, সহ-সাধারণ সম্পাদক রওশন তালুকদার, সাংগঠনিক সম্পাদক তালেব আলী, মানবাধিকার কর্মী আফসানা ইমু প্রমূখ। এর আগে গত শনিবার সন্ধ্যায় একই দাবীতে দিনাজপুর রেল স্টেশন চত্ত¡র, সদর হাসপাতাল মোড়, মহারাজা মোড় ও বালুয়াডাঙ্গা মোড়ে ৪টি স্থানে পৃথক বিক্ষোভ সমাবেশ করে দিনাজপুর জেলা ব্যাটারী চালিত ইজিবাইক মালিক-শ্রমিক-চালক সোসাইটি।
উল্লেখ্য, দিনাজপুর শহরের প্রতি শুক্রবার চুরিপট্টি-চারুবাবুর মোড় এলাকায় ভোর থেকে দুপুর পর্যন্ত বউবাজার বসে। ওইদিন চুরিপট্টি-চারুবাবুর মোড় সড়ক, মালদাহপট্টির একাংশে ক্রেতার ভিড় থাকায় যানজটের সৃষ্টি হয়। এসময় ওই পথ দিয়ে যাচ্ছিলেন সন্তোষ কুমার। যানজটে পড়ে তিনি ইজিবাইক চালক খালেকুলকে গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে খালেকুল বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এসময় মেঘা বস্ত্রলয়ের স্বত্তাধিকারী সন্তোষ ওরফে ডাল মিয়া রেগে গিয়ে তাকে ঘুষি মারেন। এসময় খালেকুল পড়ে যায়। স্থানীয়দের খবর পেয়ে খালেকুলের স্ত্রী নুরজাহান বেগম ঘটনাস্থলে উপস্থিত হন। স্বামীকে ইজিবাইকে তুলে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।