বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায বসত বাড়ি হতে ২ কেজি শুকনা গাঁজাসহ ১ জন মাদক ব্যবসাযীকে গ্রেফতার করেছে বিরামপুর থানা পুলিশ।
সোমবার দিবাগত রাত ১০.৪৫ ঘটিকার সময গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানা পুলিশের অফিসার এসআই/মোঃ তুহিন বাবু ও সঙ্গীয় অফিসার ফোর্স বিরামপুর উপজেলার কাটলা ইউনিযনে বিশেষ অভিযান পরিচালনা করেন।অভিযানে দাউদপুর ব্যাপারীপাডার মাদক ব্যবসাযী সিরাজুল ইসলামের বসত বাড়ির খাটের নিচ হতে কালো পলিথিনে মোডানো ২ কেজি শুকনা গাঁজা উদ্ধার পূর্বক তাকে গ্রেফতার করে। আসামি সিরাজুল ইসলাম (৪২) বিরামপুর ২ নং কাটলা ইউনিযনের দাউদপুর ব্যাপারীপাডা গ্রামের মৃত তয়েজ উদ্দিনের ছেলে।এই ঘটনায় বিরামপুর থানায মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ একটি মামলা রুজু করা হয়েছে।গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরন প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন বিরামপুর থানা অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত।