ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা আনছার ও ভিডিপির সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ ডিসেম্বর) সকালে উপজেলা আনছার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে, উপজেলা অডিটরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলমের সভাপতিত্বে সমাবেশে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা আনছার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ফারুক হোসেইন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দিনাজপুর জেলা কমান্ড্যান্ট মোঃ হাছান আলী পিভিএম, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোঃ মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, সহকারী কমিশনার ভূমি মোঃ মাহমুদুল হাসান, ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, উপজেলা কৃষি অফিসার এখলাছ হোসেন সরকার, পল্লী বিদ্যুৎ ঘোড়াঘাট জোনাল অফিসের ডিজিএম আব্দুল আলিম , ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু প্রমুখ।
এছাড়াও সমাবেশে উপজেলা সরকারি দপ্তরে কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এবং উপজেলার ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ২৩৮জন আনছার ও ভিডিপির সদস্য অংশ নেয়। ভালো কাজে স্বীকৃতি স্বরুপ ৪জন আনছার সদস্যর মাঝে সাইকেল বিতরণসহ আরোও কয়েকজনকে উপহার দেয়া হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবাবগঞ্জ উপজেলা আনছার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ রেজিনা পারভীন আক্তার ও বিরামপুর উপজেলার আনছার ও ভিডিপির প্রশিক্ষক মোঃ মাহবুবার রহমান।