ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা ভর্ণাপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন সিংড়া ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সভাপতি সৈয়দ নাইমুর রহমান জয়।
এর আগে ৩০ নভেম্বর ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে সাধারণ অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সিংড়া ইউপি সদস্য গোলাম রব্বানীর প্যানেল থেকে ৩জন ও সৈয়দ মাহবুবুর রহমান হীরকের প্যানেল থেকে ২জন অভিভাবক সদস্য নির্বাচিত হয়।
রোববার বিকেলে ৫জন অভিভাবক সদস্য ও ৩জন শিক্ষক প্রতিনিধিদের নিয়ে উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের লক্ষে ভোট অনুষ্ঠিত হয়।
নির্বাচনে নাইমুর রহমান জয় সভাপতি পদে রব্বানীর প্যানেলে সমর্থন নিয়ে ৪ ভোট পায়। অপরপ্রার্থী জাতীয় শ্রমিক লীগ সিংড়া ইউনিয়ন শাখার সভাপতি সৈয়দ মাহবুবুর রহমান হীরক ২ জন অভিভাবক সদস্য ও ২জন শিক্ষক প্রতিনিধির ভোট পায়। ২জন প্রার্থীর ভোট সমান হওয়ায় লটারী করলে সৈয়দ নাইমুর রহমান জয় সভাপতি নির্বাচিত হয়।
নির্বাচন পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম, সহকারী কমিশনার ভূমি মোঃ মাহমুদুল হাসান ও প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার ধ্বীরাজ সরকার।