পরিবেশ অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসন, দিনাজপুরের তত্ত¡াবধানে বুধবার দিনাজপুর জেলার সদর উপজেলার নশিপুর এলাকায অবৈধ ইটভাটায মোবাইল কোর্ট পরিচালনা করা হয। জেলা প্রশাসন, দিনাজপুর-এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিযন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯ ) অনুসারে বিভিন্ন ধারার লঙ্ঘনের দায়ে ২টি ইটভাটা থেকে মোট ২ লক্ষ টাকা অর্থদন্ড ধার্য ও আদায করা হয।
যার সংক্ষিপ্ত বিবরণ মেসার্স মা ব্রিকস, নশিপুর ও মেসার্স এম এম টি ব্রিকস, খোশালপুর, এ দুটি ইটভাটায মোবাইল কোর্টে প্রসিকিউশন এর দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ.কে.এম. ছামিউল আলম কুরসি।
সহকারী পরিচালক এ.কে.এম. ছামিউল আলম কুরসি বলেন, ছাডপত্র বিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান একটি চলমান প্রক্রিযা। এসব ছাডপত্র বিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।